হাজার সমস্যার ভিড়ে এই বিশাল ঘনত্বের প্রোক্যালকাটা বিধানসভায় লড়াই বেশ আকর্ষণীয় । রাজনৈতিক মহলের ধারনা রাজ্যে সংযুক্ত মোর্চার জেতবার মোটামুটি নিশ্চিত আসনের একটা কামারহাটি
কামারহাটি আবার বাম,এবার সায়নদীপ । বিপক্ষে মদন মিত্র আর রাজু ব্যানার্জি
কামারহাটি বললেই একসময় লালদুর্গ । একটা বড় সময় জুড়ে এই বিধানসভা অঞ্চলের সঙ্গে একাকার হয়ে থাকে যার নাম তিনি মানস মুখার্জি । বারবার মানসবাবুকে কামারহাটির মানুষ বিমুখ করেন নি । ২০১১ তে তৃণমূলের বহু পরিচিত প্রার্থী মদন মিত্রর কাছে হেরে গেলেও ২০১৬ তে আবার ঐ আসন পুনরুদ্ধার হয় মানসবাবুর হাত ধরে।
এবার সিপিআইএমের তরুণ দলের নেতা যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র এই কেন্দ্রে প্রার্থী । মানসবাবুর হাত ধরে সায়নদীপের প্রচার সম্পুর্ণ । এই কেন্দ্রে সায়নদীপ জিতবেন বলেই রাজনৈতিক মহলের ধারনা।
বিপরীতে তৃণমূল প্রার্থী মদন মিত্র তার ঝাঁ চকচকে প্রচারে দেদার খরচ করছেন। নানান বিতর্ক, কেলেঙ্কারির অভিযোগ সারা বছর ঘিরে থাকে মদনবাবুকে। কোটি কোটি টাকার সম্পদ করার অভিযোগের কথা শোনা যায়।
সারা বছর ভালো মন্দ নানা ভাবে খবরে থাকেন মদনবাবু। গত লোকসভায় ভাটপাড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী হয়ে হেরে যান।
রাজু ব্যানার্জি বিজেপি প্রার্থী । টেলিভিশনের বিতর্কে বিজেপির হয়ে রাজু উপস্থিত থাকেন।
এই কেন্দ্রে বারবার প্রচারে আসছে সারা বাংলার কথা। সায়নদীপ বলছেন কর্মসংস্থানের দাবীতে নবান্ন অভিযানে মঈদুল মিদ্দার মত দরিদ্র যুবকের মৃত্যুর কথা । কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তগুলোর কথা।
শিল্প অধুষ্য কামারহাটির চটকল থেকে বন্ধ কারখানার সমস্যা বারবার উঠে আসছে। রাজ্য সরকার বলেছিল সুপার স্পেশালিটি হসপিটাল করার কথা । তা হয়নি । বিশাল এলাকা জুড়ে সাগর দত্ত হাসপাতাল এই দশ বছরে প্রতিশ্রুতি মতো উন্নত হয় নি। এমনকি পাশে ইএসআই হাসপাতালের আরো উন্নত পরিষেবা চাই।
আর এক বিশাল এলাকা জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উঠে আসছে। বামপন্থীরা, মানসবাবুরা বিভিন্ন সময় নিরলস পরিশ্রম করে আটকেছেন শ্রমিক শ্রেনীর মানুষের মধ্যে বিভাজনের সমস্যা ।
হাজার সমস্যার ভিড়ে এই বিশাল ঘনত্বের প্রোক্যালকাটা বিধানসভায় লড়াই বেশ আকর্ষণীয় ।
রাজনৈতিক মহলের ধারনা রাজ্যে সংযুক্ত মোর্চার জেতবার মোটামুটি নিশ্চিত আসনের একটা কামারহাটি । মনে করা হচ্ছে এই আসনে মানসের হাত ধরে বাম যুব আন্দোলনের নেতা সায়নদীপ বিধানসভায় যাবেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। তারপর ফলাফল ২রা মে ।
We hate spam as much as you do