বনদপ্তর সূত্রে জানা গেছে পাখিটির নাম হল হনবিল। এটা খুব সুন্দর দেখতে হয়, এই প্রজাতির পাখি দেখা যায় বেশিরভাগ চীনে নয় রকম ধরনের হয়। এছাড়া এশিয়া আফ্রিকা ও মালয়েশিয়াতে এই প্রজাতির বিভিন্ন রকমের রঙের পাখি দেখা যায় ।এর ওজন
বিশ্বের দুস্প্রাপ্য পাখি " হনবিল"
বিরল প্রজাতির পাখি উদ্ধার আন্তর্জাতিক দুই পাখি পাচারকারী গ্রেফতার
বসিহাট মহাকুমার লেবুতলা ভবানীপুর গ্রামের ঘটনা
বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করার সময় হাতেনাতে গ্রেফতার দুই পাচারকারি বাবা ও ছেলে। বাবা শ্যামল অধিকারী, ছেলে সুব্রত অধিকারী। বনদপ্তর সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করছিল এই পাখিটি সেসময় হাড়োয়া থানার লেবুতলা ভবানীপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর তাদের দাঁড় করায় এবং তাদের সাথে থাকা আর একজন পালিয়ে যায় এবং এদের কাছ থেকে এই পাখিরে উদ্ধার হয়েছে যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। বনদপ্তর সূত্রে জানা গেছে পাখিটির নাম হল হনবিল। এটা খুব সুন্দর দেখতে হয়, এই প্রজাতির পাখি দেখা যায় বেশিরভাগ চীনে নয় রকম ধরনের হয়। এছাড়া এশিয়া আফ্রিকা ও মালয়েশিয়াতে এই প্রজাতির বিভিন্ন রকমের রঙের পাখি দেখা যায় ।এর ওজন এক থেকে সর্বোচ্চ ১ থেকে ৪ কেজি হয় সর্বোচ্চ। ২ ফুট থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ভারতের এই প্রজাতির পাখি হিমালয় পশ্চিম ভারতে দেখা যায় ।ভারতের এই পাখির নাম ধ্যানেশ । বাজার মূল্য কয়েক লক্ষ টাকায় বিক্রি হয় এবং দীর্ঘদিন ধরে এ বাবা ও ছেলের পাচারের সাথে যুক্ত। পাখি ছাড়াও উদ্ধার হয়েছে একটি বাইক। এর সঙ্গে আন্তর্জাতিক পাখি পাচারের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে বনদপ্তর
বাবা ও ছেলেকে আটক করে বনদপ্তর কর্মীদের ওপর বাবা-ছেলে আক্রমণ করে এবং বনদপ্তর কয়েকজন কর্মীকে মারধর করা হয়। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বুধবার বসিরহাট মহাকুমা আদালতে পাঠানো হবে।
We hate spam as much as you do