Tranding

02:40 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আবার বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া

আবার বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া

রাত ৯টা ১৫ মিনিট নাগাদ ভাটপাড়া থানার নফরচাঁদ জুটমিলে ২৯ নম্বর জুটমিলের কাছে পর পর প্রায় ১০টি বোমা ফাটানো হয়

আবার বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া

আবার বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া

ভাটপাড়ায় ফের বোমাবাজি, আক্রান্ত পুলিশ। রবিবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ ভাটপাড়া থানার নফরচাঁদ জুটমিলে ২৯ নম্বর জুটমিলের কাছে পর পর প্রায় ১০টি বোমা ফাটানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে RAF-সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দুষ্কৃতিদের আটক করে পুলিশের গাড়িতে তুলতে গেলে এলাকার বাসিন্দাদের কাছে এক পুলিশ অফিসার নিগৃহীত হন। পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে অভিযুক্তদের মারধরের চেষ্টা করেন স্থানীয়রা। ধাক্কাধাক্কিতে আহত হন ভাটপাড়া থানার এক এসআই। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ।

ছবি-সংগৃহিত

Your Opinion

We hate spam as much as you do