এবছর আমাদের দেশ ও এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট দুর্গা প্রতিমা তৈরী করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নিয়েছেন ।
এশিয়া বুক অফ রেকর্ডে স্থান করা ভাস্কর উঃ ২৪ পরগনার সুরজিৎ এর লক্ষ গিনেস বুক অব রেকর্ড
উত্তর ২৪ পরগনার শ্যামনগর। স্টেশন থেকে মিনিট সাতেক হাঁটলে ফিডাররোডের অমলা শিল্পালয় সবাই চেনে। যদিও শিল্পালয়ের সমর পাঠক আর নেই। এখন এই শিল্পালয়কে এক সৃজনশীল শৈল্পিক কার্যালয়ে পরিনত করেছেন যিনি তার নাম সুরজিৎ পাঠক। সমরবাবুর ছেলে। এখন সুরজিতের শিল্পকর্মের খবর আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে।
এবছর আমাদের দেশ ও এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট দুর্গা প্রতিমা তৈরী করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নিয়েছেন । ৪৪ বছর বয়সী সুরজিৎ ২০ বছর বয়সে মৃৎশিল্পের কাজের সঙ্গে যুক্ত হন। তার তৈরী প্রতিমা প্রায় প্রতিবছরই দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি দেয়। আমেরিকার ওয়াশিংটন, টেক্সাস, ওয়াইহো , আইওয়া প্রভৃতি জায়গায় সুরজিৎ এর তৈরী প্রতিমা সমাদৃত হয়েছে। এবছর লকডাউনের কারনে বিদেশ থেকে প্রতিমার বরাত আসে নি । বেশকিছুটা অবসর মেলায় সুরজিৎ এবছর বেশ কিছু মিনিয়েচার তৈরীর উদ্যোগ নেয়। তার তৈরী ২ সেন্টিমিটারের দুর্গা মূর্তি এবছর ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছে।
প্রতিমা তৈরির পাশাপাশি ভাস্কর্যেও সুনাম অর্জন করেছেন সুরজিৎ। এই রাজ্যের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি ৪০ ফুট উচ্চতা, বালি তে বসেছে তা সুরজিৎ এর তৈরী। ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, হায়দ্রাবাদ সহ বহু জায়গায় ছড়িয়ে রয়েছে সুরজিৎ এর শিল্প কর্ম।
শ্যামনগরের পাশেই ঐতিহ্যবাহী নোয়াপাড়া থানার অফিস যেখানে নেতাজী সুভাষচন্দ্র কিছু সময়ের জন্য বন্দী হয়েছিলেন। সেখানে
২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নোয়াপাড়া থানাতে যে নেতাজীর মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাও সুরজিতের তৈরী।
আগামীতে সুরজিৎ এর লক্ষ্য গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডে নাম তোলা। সেই লক্ষ্যে সুরজিৎ বর্তমানে ১ সেন্টিমিটারের দূর্গা প্রতিমাতে উদ্যোগী হয়েছেন।
We hate spam as much as you do