Tranding

11:25 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বিশ্ব যুব দিবসে রাজারহাটে বামযুবদের বাইক মিছিল

বিশ্ব যুব দিবসে রাজারহাটে বামযুবদের বাইক মিছিল

মিছিল থেকে পশ্চিমবঙ্গের যুব সমাজের হাতে কাজের দাবি জোরালো ভাবে উঠে আসে এবং অংশগ্রহণকারীরা গণতন্ত্রের সপক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হন।

বিশ্ব যুব দিবসে রাজারহাটে বামযুবদের বাইক মিছিল

বিশ্ব যুব দিবসে রাজারহাটে বামযুবদের বাইক মিছিল

১২ই জানুয়ারি ২০২৩

স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিবসে
আজ বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজারহাটের যুবকদের উদ্যোগে একটি বিশাল বিকে মিছিল আয়োজিত হয়।  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, রাজারহাট নিউ টাউন ১ অঞ্চলের যুবরা  এই মিছিলে নেতৃত্ব দেয়। 


এই মোটর বাইক মিছিল উদ্বোধন করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নড়াজ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর ২৪ পরগনা জেলা  সম্পাদক সপ্তর্ষি দেব। 


 মিছিল থেকে পশ্চিমবঙ্গের যুব সমাজের হাতে কাজের দাবি জোরালো ভাবে উঠে আসে এবং অংশগ্রহণকারীরা গণতন্ত্রের সপক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হন। 


রাজারহাটের পানাপুকুর থেকে শুরু করে চাঁদপুর, পাথরঘাটা এবং রাজারহাট বিষ্ণুপুর ২ গ্রাম পঞ্চায়েত গুলির বিভিন্ন অঞ্চল অতিক্রম করে কামদুনি লাগোয়া পদরা গ্রামে এই মিছিল শেষ হয়। এই মিছিল ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পরবার মতন।

Your Opinion

We hate spam as much as you do