Tranding

03:52 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / পৌরসভার দুর্নীতির প্রতিবাদে দক্ষিন দমদম, পানিহাটিতে বামেদের বিক্ষোভ

পৌরসভার দুর্নীতির প্রতিবাদে দক্ষিন দমদম, পানিহাটিতে বামেদের বিক্ষোভ

প্রোমোটার অয়ন শীলের বিধান নগরের অফিসে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দুর্নীতির তদন্ত করতে গিয়ে ই ডি দপ্তরের আধিকারিকরা খোঁজ পায় ৬০

পৌরসভার দুর্নীতির প্রতিবাদে দক্ষিন দমদম, পানিহাটিতে বামেদের বিক্ষোভ

পৌরসভার দুর্নীতির প্রতিবাদে দক্ষিন দমদম, পানিহাটিতে বামেদের বিক্ষোভ

২২ মার্চ ২০২৩

বিক্ষোভ চলল  বামফ্রন্টের পক্ষ থেকে দক্ষিণ দমদম পৌরসভার সামনে।.পৌরসভার স্থায়ী পদে লক্ষ লক্ষ টাকার বিনিময় চাকরি বিক্রির প্রতিবাদে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম এর নেতা পলাশ দাশ , দেবশঙ্কর রায় চৌধুরী, শুভজিৎ দাশগুপ্ত , গোপা দাসগুপ্ত ,এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই নেতা কুমারের কুন্ডু,RSP নেতা মিহির পাল,ও রাজ্যের পৌর শ্রমিক আন্দোলনের নেতা  দীপক মিত্র....

প্রোমোটার অয়ন শীলের বিধান নগরের অফিসে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দুর্নীতির তদন্ত করতে গিয়ে ই ডি দপ্তরের আধিকারিকরা খোঁজ পায় ৬০ খানা পৌরসভার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র । সেখান থেকেই উঠে আসে পানিহাটি  পৌরসভার নিয়োগের দুর্নীতির খবর। সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে সোদপুর স্টেশন চত্বর থেকে মিছিল শুরু করে পানিহাটি পৌরসভার সামনে মিছিল শেষ করে বিক্ষোভ দেখায় পানিহাটি বামফ্রন্টের কর্মীরা এবং সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়, যেখানে পৌরসভার দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্বরা। সি পি আই এম ও তার বিভিন্ন শরিকদল এবং বামফ্রন্টের নেতাকর্মীরা এই বিক্ষোভ প্রতিবাদ সভা এবং মিছিলে অংশগ্রহণ করেন। গার্গী চ‍্যাটার্জী অনির্বাণ ভট্টাচার্য্য সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Your Opinion

We hate spam as much as you do