গান্ধীজীর প্রিয় দুই শব্দ 'হরিজন’ ‘গিরিজন’ সরকারি কাজে নিষিদ্ধ করল বিজেপি রাজ্যে
মহাত্মা গান্ধী...
3 hours ago
মহাত্মা গান্ধী...
3 hours ago
হরিয়ানার নায়াব...
3 hours ago
বিশেষজ্ঞদের মত...
3 hours ago
ডেনমার্কের রাজ...
1 day ago
মহাত্মা গান্ধী ‘হরিজন’ শব্দটি ব্যবহার করতেন দলিতদের বোঝাতে। যার অর্থ, ঈশ্বরের সন্তান। মূলত সমাজে অস্পৃশ্যতা দূর করতে ওই ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেন। ১৯৩৩ সালে ‘হরিজন’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশও শুরু করেছিলেন তিনি। আর তফসিলি উপজাতিদের বোঝাতে উত্তর ভারতে ‘গিরিজন’ শব্দটি ব্যবহার করা হত। পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের এখনও গিরিজন বলা হয়। যদিও সংবিধানে ওই শব্দদুটি সংবিধানে গ্রহণ করেননি বি আর আম্বেদকর। তিনি ব্যবহার করেন দলিত শব্দটি। হরিয়ানা সরকার সেই দলিত শব্দটিই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।
হরিয়ানার নায়াব সিং সাইনি সরকারের সিদ্ধান্ত, এবার থেকে সরকারি নথিতে দলিত বা তফসিলি জাতি বোঝাতে হরিজন বা তফসিলি উপজাতি বোঝাতে গিরিজন শব্দদুটি ব্যবহার করা যাবে না। সংবিধান ওই দুটি শব্ধ ব্যবহারের অনুমতি দেয় না। বদলে সংবিধান গ্রাহ্য শব্দ ব্যবহার করতে হবে। সাইনি সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানে এসসি-এসটিদের চিহ্নিত করতে ওই শব্দবন্ধ ব্যবহার করা হয়নি। তাই সমস্ত সরকারি নথি, চিঠি কিংবা বিজ্ঞপ্তিতে সেগুলির ব্যবহার বন্ধ করতে হবে। হরিয়ানার বিজেপি সরকারের দাবি, অনেক ভেবেচিন্তেই গান্ধীজীর ব্যবহার করা শব্দদু’টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে প্রথমবার ভোটার হতে চাওয়া (First-time Voters) পড়ুয়াদের মধ্যে একটি বড় অংশ সমস্যায় পড়তে পারেন। কারণ অনেক ক্ষেত্রেই স্কুল থেকে প্রাপ্ত অ্যাডমিট কার্ডকেই তাঁরা তাঁদের প্রধান পরিচয়পত্র হিসেবে গণ্য করেন। এখন সেই বিকল্প বন্ধ হয়ে যাওয়ায় আবেদন বাতিলের হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিপা আক্রান্ত দুই নার্স বর্তমানে উত্তর ২৪ পরগনার বারাসতের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের দু’জনেরই অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। উভয়েই রয়েছেন ভেন্টিলেশনে। নিপা ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতেই ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর (সংক্রমিতেরা কোন কোন জায়গায় গিয়েছেন, কারা তাঁদের সংস্পর্শে এসেছেন তা চিহ্নিত করা) কাজ শুরু হয়। সেই সূত্র ধরেই চিহ্নিত করা হয় এক নার্স এবং এক চিকিৎসককেও।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সে দেশের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, “বর্তমানে আমরা একটি ভূ-রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছি। যদি আমাদের এখন আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে কাউকে বেছে নিতে হয়, তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। আমরা ন্যাটো, ইউরোপীয়ান ইউনিয়নকে বেছে নেব। গ্রিনল্যান্ড ডেনমার্কেরই অংশ।” নেলসনের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুমকির সুরে বলেন, “এটা ওদের সমস্যা। আমি নেলসনের সঙ্গে একমত নই। তাঁকে আমি চিনিও না। তাঁর সম্পর্কে কিছুই জানি না। কিন্তু এটা তাঁর জন্য বড় বিপদ হবে।”
দ্রুত বৈঠকের সময় চেয়ে এই দাবি তুলে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সিইও-কে চিঠি পাঠালো সিপিআই(এম)। তোলা হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, বিশেষ করে, ফলতা বিধানসভা ক্ষেত্রে ভোটার তালিকার স্পেশাল অডিটের দাবি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে বারবার বলা সত্ত্বেও এমন একাধিক কেন্দ্রে এসআইআর’র খসড়া তালিকায় এমন বহু নাম রয়েছে যা থাকার কারণ নেই। ফলে ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়া হচ্ছে। সিপিআই(এম) ফের বলেছে যে ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে চুক্তি নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটররা আসলে আইপ্যাকের কর্মী। এই আইপ্যাক তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট পরিচালনা করে। এআরও এবং এইআরও দপ্তরে ডেটা এন্ট্রি বিধি এড়িয়ে যাওয়া হচ্ছে। তথ্য তোলার জায়গা বা ‘ডেটা রুম’-এ রাজ্যের সরকারে আসীন রাজনৈতিক দলের উপস্থিতিতে ভোটার তালিকার স্বচ্ছতা থাকতে পারে না।
গৌতম দেব আরও বলেন, কত টাকা খরচ হবে এই মন্দির গড়তে? একবার বলছেন ২৬০ কোটি। কিন্তু কে জানে কত খরচ করবেন? বললেন হিডকোকে টাকা দিতে হবে। কেন হিডকো টাকা দেবে এর জন্য? হিডকোর এর জন্য টাকা দেওয়ার কথা?’’ তিনি বলেন, ‘‘মমতা ব্যানার্জি বলছেন মন্দির বানাবেন। বানিয়েওছেন একটা। আরও বানাচ্ছেন। আর একজন আছেন মুর্শিদাবাদের। হুমায়ুন কবীর। তিনি বলছেন মসজিদ বানাবেন। বাবরি মসজিদ। নির্বাচনের আগে তো বটেই, সাধারণ ভাবেও এসব খুব খারাপ হচ্ছে।
তবে রূপি এখন বছরে প্রায় ৫ শতাংশ দুর্বল, যা ২০২৫ সালে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্মার মুদ্রা। বিশ্লেষকদের মতে, সুদের হার, বাণিজ্য–আলোচনা বা মূলধনপ্রবাহ—এই তিন ক্ষেত্রের কোনও বড় নীতিগত পরিবর্তন না হলে ডিসেম্বরজুড়েই রূপি থাকছে ৮৯–৯১–এর মধ্যবর্তী স্থানে।
স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার সিকিউরিটি অ্যাপ ‘সঞ্চার সাথী’ প্রি-ইনস্টল করার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। আর এই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অ্যাপটি ফোন থেকে ডিলিট বা ডিসেবল করা যাবে না, এই নির্দেশকে কেন্দ্র করে মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশনে তোপ দাগলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সঞ্চার সাথী আদতে একটি গুপ্তচর অ্যাপ। নাগরিকদের ব্যক্তিগত বার্তা ও গোপনীয়তার উপর নজরদারি চালাতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তাঁর অভিযোগ, সরকার সংসদে প্রকৃত আলোচনাই চায় না, বরং সবদিক দিয়ে দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে।প্রিয়াঙ্কার মত একইসুর কংগ্রেসের কেসি বেণুগোপালের গলায়। তাঁর অভিযোগ, এটি সংবিধান-বিরোধী।
ভারতের ধারাবাহিক ফিল্ডিং, নির্দিষ্ট জায়গায় বল রাখা, এবং বোলারদের পরিকল্পিত আক্রমণে দক্ষিণ আফ্রিকা কোনও সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতে পারেনি। শেষ পর্যন্ত ভারতের মেয়েরা দাপুটে জয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ ঘরে তোলে।
এই উপন্যাসটির ওপর ভিত্তি করে তিনি তার বিশাল সাহিত্য সংকলন ‘সেইবো দেয়ার বিলো’ লেখেন। এই সংকলনে রয়েছে ১৭টি গল্প, যা এক বিশেষ বিন্যাসে সাজানো হয়েছে। গল্পগুলোতে এমন এক জগতের সৌন্দর্য ও শিল্পের স্থান নিয়ে আলোচনা করা হয়েছে, যে জগৎ দ্রুত পরিবর্তনশীল এবং এটির সৌন্দর্য উপলব্ধি করা যায় না।
মা দুর্গাকে বিদায় জানানোর পালা। তাই বুধবার সকাল থেকেই মন খারাপ বাঙালির। তবে সেই মন খারাপকে তোয়াক্কা না করে আকাশে-বাতাসে বিদায়ের সুর বেজে ওঠার আগেই নবমী নিশিতে ভিড় জমিয়েছেন মণ্ডপে-মণ্ডপে। রাত যত বাড়ছে ততই কলকাতা ও সংলগ্ন এলাকার রাজপথের দখল নিয়েছে জনস্রোত। কারও হাতে রেনকোট আবার কারও সঙ্গী ছাতা। কেউ আবার মাথা ঢেকেছেন পলিথিনের প্যাকেটে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতেও মুখ খোলেন তিনি। তার কথায়, ‘প্রত্যেক শিশুর শান্তি, স্বাধীনতা অর্জনের অধিকার রয়েছে। প্যালেস্টাইনও ব্যতিক্রম নয়। হয়তো আমার এই কথায় আমার দেশেরও কেউ কেউ বিরক্ত হবেন, তবু আমি একথা বলবই।’
যেখানে বিজ্ঞানের আরাধনা হয়, সেই ভোপালের ইন্ডিয়ান ইন্সটিউট অফ সায়েন্সে, এডুকেশন রিসার্চের অনুষ্ঠানে যোগ দিয়ে শিবরাজ বলেন, হিন্দু মহাকাব্যে রয়েছে 'পুষ্পক বিমান'। এর থেকেই বোঝা যায় বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রাচীন ভারত কতখানি এগিয়ে ছিল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "রাইট ভাইদের বিমান আবিষ্কার করার অনেক আগে থেকেই আমাদের কাছে পুষ্পক বিমান ছিল।"
তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় এক বছরে ২৪০টি খুনের ঘটনা ঘটেছে শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে। সংশ্লিষ্ট জেলায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে গত এক-দেড় বছরে। এই জেলাতেই সিপিআইএম প্রথম একটি পার্টি অফিস খুলে দিয়েছিল বিবাহের জন্য। সেখানে পাত্র ছিলেন নিম্নবর্ণের এবং পাত্রী উচ্চবর্ণের। সিপিআইএমের তামিলনাড়ুর রাজ্য সম্পাদক বলেছেন, ‘‘তিরুনেলভেলিতে আমাদের পার্টি অফিস চুরমার করে দিয়েছিল পাত্রীর বাড়ির লোকজন। কিন্তু তা-ও আমরা পিছিয়ে আসিনি। তার পরেই সিদ্ধান্ত নিয়েছি, গোটা রাজ্যে সব পার্টি অফিসে এই ধরনের বিবাহ আমরা সম্পন্ন করব। না হলে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না।’’
সকাল ঠিক ১১টা ৩০ মিনিট নাগাদ যুবভারতীতে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় ও রদ্রিগো ডি’পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে হাসিমুখেই ছিলেন মেসি। কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তাঁর হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট ধরে মেসিকে দেখাই যায়নি।
রিচা জানিয়েছেন, নিজেদের সেরাটা দেওয়ার পণ করেই নেমেছিলেন তাঁরা। তাঁর কথায়, “সকলে একটাই কথা বলেছিলাম, এটাই প্রতিযোগিতার শেষ দিন। নিজেদের মধ্যে যা আছে পুরোটা উজাড় করে দিতে হবে। নিজের শরীর, শক্তির শেষ বিন্দু সমর্পণ করতে হবে। একে অপরের জন্য খেলব আমরা। সব উজাড় করে দাও, এটাই ছিল আসল মন্ত্র।”
ভারতের ধারাবাহিক ফিল্ডিং, নির্দিষ্ট জায়গায় বল রাখা, এবং বোলারদের পরিকল্পিত আক্রমণে দক্ষিণ আফ্রিকা কোনও সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতে পারেনি। শেষ পর্যন্ত ভারতের মেয়েরা দাপুটে জয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ ঘরে তোলে।
ম্যাচ শেষে অধিনায়ক হরমনপ্রীত বলেন, "খুব গর্বিত । নিজেকে প্রকাশ করার ভাষা আমার কাছে নেই । দারুণ লাগছে, এবার আমরা সেই সীমা অতিক্রম করেছি যার জন্য আমরা এত বছর ধরে কাজ করে আসছি ৷ আরও একটি খেলা বাকি । আজ, আমরা সবাই ভালো খেলেছি, ফলাফল নিয়ে খুশি । তবে আমরা ইতিমধ্যেই পরবর্তী খেলা সম্পর্কে কথা বলতে শুরু করেছি ৷ যার মাধ্যমে বোঝা যায় যে আমরা কতটা মনোযোগী এবং বিশ্বকাপ জিততে কতটা আগ্রহী । ঘরের মাঠে বিশ্বকাপ খেলা বিশেষ ৷ আমরা আমাদের সমর্থক এবং পরিবারকে সেরাটা ফিরিয়ে দিতে চাই । আরও একটি খেলা বাকি আছে এবং আমরা আমাদের সেরাটা দেব ।"
পুরুষদের এশিয়া কাপ থেকে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। টানা চার রবিবার বাইশগজে মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। রেজাল্ট অবশ্যই ভারতের পক্ষে। এশিয়া কাপের গ্রুপ ও সুপার ফোর পর্বে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ফাইনালে কিছুটা লড়াই করেছিল পাকিস্তান। তবে তিলক ভার্মার বিধ্বংসী ইনিংসে পাকিস্তানকে হারিয়েই এশিয়া কাপ জিতেছিল ভারত। এ বার মেয়েদের বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানকে দুরমুশ করল ভারত। টস কান্ডে ভারতের হার। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। পরিসংখ্যান বদলাতে পারল না পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটে সব মিলিয়ে ১২ বারের মধ্যে ১২টি জয় ভারতের। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫-০ করল ভারত। কলম্বোয় ৮৮ রানের বড় জয় হরমনপ্রীত কৌরদের।
গ্রুপ পর্যায়ের পর এবার ফাইনাল। এশিয়া কাপে ভারতের কাছে ফের হারল পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওপেনিং জুটিতেই ৯৪ রান তোলে ফেলে পাকিস্তান। তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। এরপর ভারতের স্পিনারদের সামনেই ধরাশায়ী হয়ে যান পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সেই সিদ্ধান্তই কাল হয়ে যায়। প্রথম ওভারের প্রথম বলেই পাকিস্তানকে ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। শুরুতেই পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাক দল। এরপর শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৩৯ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই করার চেষ্টা করে।
জেসমিনের মতো মীনাক্ষীও সোনা জিতেছেন প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী বক্সারকে হারিয়ে। ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের নাজ়িম কিজ়াইবে। গত অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে মীনাক্ষী হারিয়েছেন ৪-১ ব্যবধানে। ভারতীয় বক্সারের আগ্রাসী মেজাজের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি কিজ়াইবে। ভারতের দশম মহিলা বক্সার হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন মীনাক্ষী।
গ্রুপ A-র প্রথম ম্যাচে খেলতে নেমেছে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী। ম্যাচে কয়েন টস করেন সূর্যকুমার যাদব। বিপক্ষের অধিনায়ক মহম্মদ ওয়াসিম টেইল করেন ও পড়ে হেড। জিতে যান সূর্যকুমার যাদব। তিনি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শেষবার চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার টস জিতেছিল, সেটা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে। তার পর এ দিন টস জিতল। এর মাঝে টি-টোয়েন্টি, ODI ও টেস্ট মিলিয়ে ভারত খেলেছে ১৫টা ম্যাচ।
মিনিট দুয়েক পরই মেসির আরেকটি চোখধাঁধানো গোল। মাঝমাঠের একটু ওপরে সুয়ারেস আলতো করে বল বাড়ান তাকে। মিয়ামি অধিনায়ক বল ধরে দ্রুতগতিতে এগিয়ে যান পরপর দুজনকে কাটিয়ে। বক্সের ভেতর ঢুকে আরও দুজনকে কাটিয়ে কাছ থেকে জোরাল শটে গোল করেন। তার উল্লাস দেখে বোঝা যাচ্ছিল, নিজেও কতটা তৃপ্ত তিনি।
তবে রূপি এখন বছরে প্রায় ৫ শতাংশ দুর্বল, যা ২০২৫ সালে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্মার মুদ্রা। বিশ্লেষকদের মতে, সুদের হার, বাণিজ্য–আলোচনা বা মূলধনপ্রবাহ—এই তিন ক্ষেত্রের কোনও বড় নীতিগত পরিবর্তন না হলে ডিসেম্বরজুড়েই রূপি থাকছে ৮৯–৯১–এর মধ্যবর্তী স্থানে।
সোশাল মিডিয়ায় এক পোস্টে রাহুল বলেন, 'প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।' পয়েন্ট তুলে ধরে নিজের কটাক্ষের যুক্তিও দেন রায়বরেলির সাংসদ। বিরোধী দলনেতার যুক্তি, 'এক, ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি মোদি ট্রাম্পকে দিয়ে রেখেছেন। দুই, বারবার পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান মোদি
প্রতি অর্থবর্ষে সরকারের বিভিন্ন দফতরের কাজ চালানোর জন্য মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। যদি এই সময়ের মধ্যে সেনেট সদস্যেরা একমত হয়ে ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে না পারেন, তবে বিভিন্ন দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যত দিন পর্যন্ত কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ না করা হচ্ছে, তত দিন দফতরগুলি বন্ধ থাকবে। ১০০ সদস্যের মার্কিন সেনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩। যে কোনও বিল পাশ করাতে অন্তত সাত জন ডেমোক্র্যাটের সমর্থন তাঁদের প্রয়োজন হয়। সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি। সেই কারণে সেনেটের অনুমোদনও মেলেনি।
রাশিয়ার তেল কেনার জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক আরোপের কারণে আমেরিকার সাথে সম্পর্কের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ট্রাম্প ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন, যা প্রাক্তন ফেডারেল কর্মকর্তা এবং শীর্ষ কূটনীতিকদের আশঙ্কা, ভারত এবং চীনকে আরও ঘনিষ্ঠ করে তুলবে, যদিও তাদের বিচ্ছিন্ন করার জন্য বছরের পর বছর ধরে আমেরিকান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উচ্চ শুল্কের মুখোমুখি হয়ে, ভারত এখন তার বাণিজ্য বৈচিত্র্যময় করবে এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
যেখানে বিজ্ঞানের আরাধনা হয়, সেই ভোপালের ইন্ডিয়ান ইন্সটিউট অফ সায়েন্সে, এডুকেশন রিসার্চের অনুষ্ঠানে যোগ দিয়ে শিবরাজ বলেন, হিন্দু মহাকাব্যে রয়েছে 'পুষ্পক বিমান'। এর থেকেই বোঝা যায় বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রাচীন ভারত কতখানি এগিয়ে ছিল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "রাইট ভাইদের বিমান আবিষ্কার করার অনেক আগে থেকেই আমাদের কাছে পুষ্পক বিমান ছিল।"
রপ্তানিকারকরা জানিয়েছেন যে, এই শুল্কের কারণে তাদের লাভ মার্জিন নষ্ট হয়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা বিকল্প বাজার হিসেবে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো দেশগুলোতে তাদের অর্ডার স্থানান্তর করছেন।
কনীনিকা ঘোষ জানিয়েছেন আগস্টে দিল্লিতে সর্বভারতীয় স্তরে মাইক্রো ফিনান্স সংক্রান্ত গণশুনানি হবে। সারা দেশে সমীক্ষা করেছে মহিলা সমিতি। কেরালায় ২ হাজার, পশ্চিমবঙ্গে ১২০০, মহারাষ্ট্র, তামিলনাডুর মতো বিভিন্ন রাজ্যে হয়েছে সমীক্ষা। ঘোষ বলেছেন, ‘‘কেউ রেগার টাকা না পেয়ে মাইক্রো ফিনান্সের দ্বারস্থ হয়েছেন। কেউ আগের ঋণ শোধ করতে ফের ধার নিচ্ছেন। একাংশকে আত্মহত্যা করতে হয়েছে। চড়া সুদ আর মাইক্রো ফিনান্স সংস্থার হেনস্তায় সবচেয়ে আক্রান্ত মহিলারা। প্রতিরোধের লড়াই লড়ছে মহিলা সমিতি।’’
চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিংপিং সরকার চিনের বিশাল মার্কেট খুলে দিতে চায় ভারতীয় পণ্যের জন্য, সেই সঙ্গে ভারতীয় সংস্থাগুলি যাতে বাণিজ্য বাড়াতে পারে সেই চেষ্টাও করবে। চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিংপিং সরকার চিনের বিশাল মার্কেট খুলে দিতে চায় ভারতীয় পণ্যের জন্য, সেই সঙ্গে ভারতীয় সংস্থাগুলি যাতে বাণিজ্য বাড়াতে পারে সেই চেষ্টাও করবে।
চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিংপিং সরকার চিনের বিশাল মার্কেট খুলে দিতে চায় ভারতীয় পণ্যের জন্য, সেই সঙ্গে ভারতীয় সংস্থাগুলি যাতে বাণিজ্য বাড়াতে পারে সেই চেষ্টাও করবে। চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিংপিং সরকার চিনের বিশাল মার্কেট খুলে দিতে চায় ভারতীয় পণ্যের জন্য, সেই সঙ্গে ভারতীয় সংস্থাগুলি যাতে বাণিজ্য বাড়াতে পারে সেই চেষ্টাও করবে।