৩৭০০ প্যালেস্টাইনবাসী বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল
...
2 hours ago
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দিরা। কারাবন্দিদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি)।
গত রবিবার তৃণমূলীদের আক্রমণে আহত হয়েছেন ব্লক কৃষক সভার নেতা এবং সিপিআই(এম) ভাঙড় ২ এরিয়া কমিটির সম্পাদক পলাশ গাঙ্গুলি সহ ১১জন নেতা ও কর্মী। পলাশ গাঙ্গুলির আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুক্তির অন্যতম শর্ত হিসেবে বাকি ৪৭ জিম্মি ও এক ইসরাইলি সেনার লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করা হবে। জিম্মিদের মুক্তির খবরে তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ জমায়েত হওয়া হাজারো ইসরাইলি উল্লাসে ফেটে পড়েন। অপরদিকে, চুক্তির অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক হাজারো প্যালেস্টাইনবাসীদের মুক্তি দেয়া শুরু হয়েছে। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ২৫০ জনকে ইসরাইলের নিরাপত্তা লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছিল
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর সুজিত বসুর অফিসে হানা দিয়েছিল ইডি। প্রায় ২০ ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান। রিপোর্ট অনুযায়ী, সকালে অভিযান শুরু করার পরে রাত দেড়টা নাগাদ সুজিত বসুর অফিস থেকে বেরিয়ে যায় ইডি। এদিকে সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালিয়েছিল ইডি। সেখানে প্রায় ২২ ঘণটা ধরে চলে অভিযান। ভোররাতে সেখান থেকেও বেরিয়ে যান আধিকারিকরা।
জেডিইউ-এর প্রাক্তন সাংসদ সন্তোষ কুশওয়াহা, প্রাক্তন বিধায়ক রাহুল শর্মা, প্রাক্তন জেডিইউ সাংসদ গিরিধারী প্রসাদ যাদবের ছেলে চাণক্যপ্রসাদ রঞ্জন এবং এলজেপিআর নেতা অজয় কুশওয়াহা শুক্রবার তেজস্বীর উপস্থিতিতে যোগ দিয়েছেন আরজেডি-তে। এঁদের মধ্যে বাঁকার প্রাক্তন সাংসদ গিরিধারী বিহার রাজনীতিতে ‘প্রভাবশালী’ হিসেবেই পরিচিত।
২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই সেদেশের মহিলাদের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তালিবান সরকার। সম্প্রতি তারা আফগান বিশ্ববিদ্যালয়গুলিতে মহিলাদের লেখা বই নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে মহিলাদের বাইরে বেরোনো, মহিলাদের উচ্চশিক্ষা, খেলাধুলা - এইসবের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান সরকার।
এই উপন্যাসটির ওপর ভিত্তি করে তিনি তার বিশাল সাহিত্য সংকলন ‘সেইবো দেয়ার বিলো’ লেখেন। এই সংকলনে রয়েছে ১৭টি গল্প, যা এক বিশেষ বিন্যাসে সাজানো হয়েছে। গল্পগুলোতে এমন এক জগতের সৌন্দর্য ও শিল্পের স্থান নিয়ে আলোচনা করা হয়েছে, যে জগৎ দ্রুত পরিবর্তনশীল এবং এটির সৌন্দর্য উপলব্ধি করা যায় না।
মা দুর্গাকে বিদায় জানানোর পালা। তাই বুধবার সকাল থেকেই মন খারাপ বাঙালির। তবে সেই মন খারাপকে তোয়াক্কা না করে আকাশে-বাতাসে বিদায়ের সুর বেজে ওঠার আগেই নবমী নিশিতে ভিড় জমিয়েছেন মণ্ডপে-মণ্ডপে। রাত যত বাড়ছে ততই কলকাতা ও সংলগ্ন এলাকার রাজপথের দখল নিয়েছে জনস্রোত। কারও হাতে রেনকোট আবার কারও সঙ্গী ছাতা। কেউ আবার মাথা ঢেকেছেন পলিথিনের প্যাকেটে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতেও মুখ খোলেন তিনি। তার কথায়, ‘প্রত্যেক শিশুর শান্তি, স্বাধীনতা অর্জনের অধিকার রয়েছে। প্যালেস্টাইনও ব্যতিক্রম নয়। হয়তো আমার এই কথায় আমার দেশেরও কেউ কেউ বিরক্ত হবেন, তবু আমি একথা বলবই।’
যেখানে বিজ্ঞানের আরাধনা হয়, সেই ভোপালের ইন্ডিয়ান ইন্সটিউট অফ সায়েন্সে, এডুকেশন রিসার্চের অনুষ্ঠানে যোগ দিয়ে শিবরাজ বলেন, হিন্দু মহাকাব্যে রয়েছে 'পুষ্পক বিমান'। এর থেকেই বোঝা যায় বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রাচীন ভারত কতখানি এগিয়ে ছিল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "রাইট ভাইদের বিমান আবিষ্কার করার অনেক আগে থেকেই আমাদের কাছে পুষ্পক বিমান ছিল।"
তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় এক বছরে ২৪০টি খুনের ঘটনা ঘটেছে শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে। সংশ্লিষ্ট জেলায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে গত এক-দেড় বছরে। এই জেলাতেই সিপিআইএম প্রথম একটি পার্টি অফিস খুলে দিয়েছিল বিবাহের জন্য। সেখানে পাত্র ছিলেন নিম্নবর্ণের এবং পাত্রী উচ্চবর্ণের। সিপিআইএমের তামিলনাড়ুর রাজ্য সম্পাদক বলেছেন, ‘‘তিরুনেলভেলিতে আমাদের পার্টি অফিস চুরমার করে দিয়েছিল পাত্রীর বাড়ির লোকজন। কিন্তু তা-ও আমরা পিছিয়ে আসিনি। তার পরেই সিদ্ধান্ত নিয়েছি, গোটা রাজ্যে সব পার্টি অফিসে এই ধরনের বিবাহ আমরা সম্পন্ন করব। না হলে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না।’’
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মহাকাশের উদ্দেশে রওনা দিতে চলেছেন শুভাংশু শুক্ল! ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ান দিচ্ছেন শুভাংশুদের মহাকাশযান। ঐতিহাসিক এই অভিযানের দিকে তাকিয়ে ১৪০ কোটি ভারতবাসী। ঐতিহাসিকই বটে! কারণ, রাকেশ শর্মার চার দশক পর এই প্রথম মহাকাশে যাচ্ছেন কোনও ভারতীয়।
রবিবার ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতি দিয়ে জানিয়েছে, কিছু ক্ষণ আগে সে দেশে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজ়রায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার কথা জানিয়েছে সেনা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের দাবি, তেল আভিভের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা।
তথ্য যাচাই না করেই হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ডেড ভিডিয়ো চালিয়ে বা পেজে আপলোড করে নিন্দার মুখে পড়েছে একাধিক ভারতীয়–পাকিস্তানি সংবাদমাধ্যম। এমনকী দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নামেও একটি ভুয়ো ফেসবুক পেজ খুলে পোস্ট করা হয়েছে, ‘পাকিস্তান সাইবার অ্যাটাকের প্ল্যান করেছে। কোনও লিঙ্কে ক্লিক বা অচেনা নম্বর থেকে ফোন ধরবেন না।’ কেন্দ্র জানিয়েছে, পুরোটাই ফেক। দোভাল ফেসবুক ব্যবহারই করেন না।
FTC চায়, আদালত যেন মেটাকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ আলাদা কোম্পানি হিসেবে পরিচালনা করতে বা বিক্রি করতে বাধ্য করে। যদি FTC মামলায় জিতে যায়, তাহলে মেটাকে এই দুই প্ল্যাটফর্ম থেকে বিদায় নিতে হতে পারে, যা কোম্পানির জন্য বড় ধাক্কা হবে।
পুরুষদের এশিয়া কাপ থেকে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। টানা চার রবিবার বাইশগজে মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। রেজাল্ট অবশ্যই ভারতের পক্ষে। এশিয়া কাপের গ্রুপ ও সুপার ফোর পর্বে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ফাইনালে কিছুটা লড়াই করেছিল পাকিস্তান। তবে তিলক ভার্মার বিধ্বংসী ইনিংসে পাকিস্তানকে হারিয়েই এশিয়া কাপ জিতেছিল ভারত। এ বার মেয়েদের বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানকে দুরমুশ করল ভারত। টস কান্ডে ভারতের হার। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। পরিসংখ্যান বদলাতে পারল না পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটে সব মিলিয়ে ১২ বারের মধ্যে ১২টি জয় ভারতের। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫-০ করল ভারত। কলম্বোয় ৮৮ রানের বড় জয় হরমনপ্রীত কৌরদের।
গ্রুপ পর্যায়ের পর এবার ফাইনাল। এশিয়া কাপে ভারতের কাছে ফের হারল পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওপেনিং জুটিতেই ৯৪ রান তোলে ফেলে পাকিস্তান। তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। এরপর ভারতের স্পিনারদের সামনেই ধরাশায়ী হয়ে যান পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সেই সিদ্ধান্তই কাল হয়ে যায়। প্রথম ওভারের প্রথম বলেই পাকিস্তানকে ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। শুরুতেই পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাক দল। এরপর শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৩৯ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই করার চেষ্টা করে।
জেসমিনের মতো মীনাক্ষীও সোনা জিতেছেন প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী বক্সারকে হারিয়ে। ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের নাজ়িম কিজ়াইবে। গত অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে মীনাক্ষী হারিয়েছেন ৪-১ ব্যবধানে। ভারতীয় বক্সারের আগ্রাসী মেজাজের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি কিজ়াইবে। ভারতের দশম মহিলা বক্সার হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন মীনাক্ষী।
গ্রুপ A-র প্রথম ম্যাচে খেলতে নেমেছে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী। ম্যাচে কয়েন টস করেন সূর্যকুমার যাদব। বিপক্ষের অধিনায়ক মহম্মদ ওয়াসিম টেইল করেন ও পড়ে হেড। জিতে যান সূর্যকুমার যাদব। তিনি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শেষবার চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার টস জিতেছিল, সেটা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে। তার পর এ দিন টস জিতল। এর মাঝে টি-টোয়েন্টি, ODI ও টেস্ট মিলিয়ে ভারত খেলেছে ১৫টা ম্যাচ।
মিনিট দুয়েক পরই মেসির আরেকটি চোখধাঁধানো গোল। মাঝমাঠের একটু ওপরে সুয়ারেস আলতো করে বল বাড়ান তাকে। মিয়ামি অধিনায়ক বল ধরে দ্রুতগতিতে এগিয়ে যান পরপর দুজনকে কাটিয়ে। বক্সের ভেতর ঢুকে আরও দুজনকে কাটিয়ে কাছ থেকে জোরাল শটে গোল করেন। তার উল্লাস দেখে বোঝা যাচ্ছিল, নিজেও কতটা তৃপ্ত তিনি।
আজ মোহনবাগান তাঁবুতে সাংবাদিক বৈঠক করেন দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। তার আগে সৃঞ্জয় বসু সচিব পদে মনোনয়ন জমা দেন। দেবাশিস দত্ত মনোনয়ন জমা না দিলেও তিনি সভাপতি পদে বসতে পারেন বলে খবর। সাংবাদিক বৈঠকে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু জানান, তাঁরা দু'জনে মিলে একটি প্যানেল তৈরি করে সেটা জমা দিয়েছেন। দেবাশিস দত্ত বলেন, ‘আমার কাছে খবর আছে আরও একটা গোষ্ঠী মনোনয়ন জমা দেবে।’
২০২৫ সালের আইপিএল ফাইনালের পর, একটি পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলগুলির উপর টাকার বৃষ্টি হয়। এছাড়াও, টুর্নামেন্টে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের পুরষ্কার দেওয়া হয়। জয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ কোটি টাকা এবং রানার-আপ পঞ্জাব কিংস ১২.৫০ কোটি টাকা পেয়েছে।
এই আদেশের ফলে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে সাময়িক স্বস্তি প্রদান করলো, যাদের একটি সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে পড়ার স্বপ্ন ভঙ্গ হতে চলেছিল। ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপ ৭ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ভিসাধারীদের ওপর ‘তাৎক্ষণিক এবং ধ্বংসাত্মক প্রভাব’ ফেলবে বলে জানিয়েছিল হার্ভার্ড।
ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার কাকে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে কোনও কষ্ট হয়নি। বৈভব জানান, "এটা অসাধারণ অনুভূতি। নিজের তৃতীয় আইপিএল ইনিংস খেলতে নেমে প্রথম আইপিএল শতরান হাঁকাতে পারলাম। গত ৩-৪ মাসে যা অনুশীলন করেছি। তার ফল এখন পাচ্ছি। আমি মাঠে সম্পর্কে বেশি কিছু ভাবি না। শুধু বল দেখে মারার চেষ্টা করি। আশা করি এই ছন্দ ধরে রাখতে পারব আগামীতেও।"
প্রতি অর্থবর্ষে সরকারের বিভিন্ন দফতরের কাজ চালানোর জন্য মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। যদি এই সময়ের মধ্যে সেনেট সদস্যেরা একমত হয়ে ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে না পারেন, তবে বিভিন্ন দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যত দিন পর্যন্ত কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ না করা হচ্ছে, তত দিন দফতরগুলি বন্ধ থাকবে। ১০০ সদস্যের মার্কিন সেনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩। যে কোনও বিল পাশ করাতে অন্তত সাত জন ডেমোক্র্যাটের সমর্থন তাঁদের প্রয়োজন হয়। সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি। সেই কারণে সেনেটের অনুমোদনও মেলেনি।
রাশিয়ার তেল কেনার জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক আরোপের কারণে আমেরিকার সাথে সম্পর্কের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ট্রাম্প ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন, যা প্রাক্তন ফেডারেল কর্মকর্তা এবং শীর্ষ কূটনীতিকদের আশঙ্কা, ভারত এবং চীনকে আরও ঘনিষ্ঠ করে তুলবে, যদিও তাদের বিচ্ছিন্ন করার জন্য বছরের পর বছর ধরে আমেরিকান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উচ্চ শুল্কের মুখোমুখি হয়ে, ভারত এখন তার বাণিজ্য বৈচিত্র্যময় করবে এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
যেখানে বিজ্ঞানের আরাধনা হয়, সেই ভোপালের ইন্ডিয়ান ইন্সটিউট অফ সায়েন্সে, এডুকেশন রিসার্চের অনুষ্ঠানে যোগ দিয়ে শিবরাজ বলেন, হিন্দু মহাকাব্যে রয়েছে 'পুষ্পক বিমান'। এর থেকেই বোঝা যায় বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রাচীন ভারত কতখানি এগিয়ে ছিল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "রাইট ভাইদের বিমান আবিষ্কার করার অনেক আগে থেকেই আমাদের কাছে পুষ্পক বিমান ছিল।"
রপ্তানিকারকরা জানিয়েছেন যে, এই শুল্কের কারণে তাদের লাভ মার্জিন নষ্ট হয়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা বিকল্প বাজার হিসেবে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো দেশগুলোতে তাদের অর্ডার স্থানান্তর করছেন।
কনীনিকা ঘোষ জানিয়েছেন আগস্টে দিল্লিতে সর্বভারতীয় স্তরে মাইক্রো ফিনান্স সংক্রান্ত গণশুনানি হবে। সারা দেশে সমীক্ষা করেছে মহিলা সমিতি। কেরালায় ২ হাজার, পশ্চিমবঙ্গে ১২০০, মহারাষ্ট্র, তামিলনাডুর মতো বিভিন্ন রাজ্যে হয়েছে সমীক্ষা। ঘোষ বলেছেন, ‘‘কেউ রেগার টাকা না পেয়ে মাইক্রো ফিনান্সের দ্বারস্থ হয়েছেন। কেউ আগের ঋণ শোধ করতে ফের ধার নিচ্ছেন। একাংশকে আত্মহত্যা করতে হয়েছে। চড়া সুদ আর মাইক্রো ফিনান্স সংস্থার হেনস্তায় সবচেয়ে আক্রান্ত মহিলারা। প্রতিরোধের লড়াই লড়ছে মহিলা সমিতি।’’
চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিংপিং সরকার চিনের বিশাল মার্কেট খুলে দিতে চায় ভারতীয় পণ্যের জন্য, সেই সঙ্গে ভারতীয় সংস্থাগুলি যাতে বাণিজ্য বাড়াতে পারে সেই চেষ্টাও করবে। চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিংপিং সরকার চিনের বিশাল মার্কেট খুলে দিতে চায় ভারতীয় পণ্যের জন্য, সেই সঙ্গে ভারতীয় সংস্থাগুলি যাতে বাণিজ্য বাড়াতে পারে সেই চেষ্টাও করবে।
চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিংপিং সরকার চিনের বিশাল মার্কেট খুলে দিতে চায় ভারতীয় পণ্যের জন্য, সেই সঙ্গে ভারতীয় সংস্থাগুলি যাতে বাণিজ্য বাড়াতে পারে সেই চেষ্টাও করবে। চিনের রাষ্ট্রদূত শু ফিয়ং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিংপিং সরকার চিনের বিশাল মার্কেট খুলে দিতে চায় ভারতীয় পণ্যের জন্য, সেই সঙ্গে ভারতীয় সংস্থাগুলি যাতে বাণিজ্য বাড়াতে পারে সেই চেষ্টাও করবে।
ট্রাম্পের শুল্কনীতির জেরে সোমবার যে বড়সড় পতন হবে গোটা বিশ্বের শেয়ার বাজারে, সেই আশঙ্কা ছিলই। সেই মতো সোমবার বাজার খুলতেই দেখা যায়, প্রায় চার হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স। ৩৯৩৯.৬৮ পয়েন্ট পড়ে ৭১ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্সের সূচক। প্রায় ৩.৯ শতাংশ পতন হয়েছে সেনসেক্সে। হাজার পয়েন্টের বেশি পড়ে যায় নিফটিও।
ভারতীয় পণ্যের আমদানিতে ২৬ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। ৯ এপ্রিল থেকে তা কার্যকর হবে। আমেরিকায় ভারতীয় পণ্যের বাজারকে আটকে দেওয়ার ব্যবস্থা করছে ট্রাম্প প্রশাসন। ভারতকে চাপ দিচ্ছে কৃষি পণ্য এবং খাদ্যের মতো বাজার খুলে দেওয়ার জন্য।