কলকাতার গ্যালিব স্ট্রীট থেকে দেশীয় নানা প্রজাতির পাখি এমনকি ময়ূর পর্যন্ত চেন আটা নাইলনের থলেতে ভরে হাসনাবাদ লোকাল ব্যবহার করে সাইকেল মোটর সাইকেল ইত্যাদি নানান পদ্ধতি অবলম্বন করে সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে।
বসিরহাট সীমান্তে বিরল প্রজাতির পাখি, জীবজন্তু পাচার চক্র সক্রিয়
ইছামতী সেতুর ওপর থেকে বিদেশী হাঁস উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তের বসিরহাটে। ঘটনায় দুই পাচারকারীকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রবিউল মিস্ত্রি, রুহিল আমিন মিস্ত্রি। এরা সম্পর্কে ২ ভাই। বাড়ি বসিরহাটের দক্ষিণ বাগুন্ডি গ্রামে। ৬ টি বড় কানাডিয়ান হাঁস উদ্ধার হয়েছে ধৃতদের কাছ থেকে। সম্প্রতি বসিরহাটে সীমান্ত এলাকা দিয়ে বিরল প্রজাতির পাখি, জীবজন্তু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগে হাড়োয়া থেকে ম্যাকাও পাখি সহ বিরল প্রজাতির পাখি উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, এদিন একটি স্কুটিতে করে প্লাস্টিকের ব্যাগে করে ৬ টি বড় বড় কানাডিয়ান হাঁস নিয়ে যাওয়ার সময় বসিরহাটের ইছামতী সেতুর ওপর থেকে পুলিশ বমাল গ্রেপ্তার করে পাচারকারীদের।
জেরায় ধৃতরা জানায় এগুলি হাড়োয়া নিয়ে যাচ্ছিল। ধৃতদের রবিবার বসিরহাট আদালতে পাঠানো হয়। হাঁসগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।এদিনের এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ।সম্প্রতি বন্যপ্রান সংরক্ষণ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লাইসেন্স ছাড়াই এবং নামমাত্র পৌরসভার ট্রেড লাইসেন্স জোগাড় করে বসিরহাট শহর জুড়ে রমরমিয়ে চলছে দেশী বিদেশী পাখি পালন এবং বিক্রি।
সূত্রের খবর কলকাতার গ্যালিব স্ট্রীট থেকে দেশীয় নানা প্রজাতির পাখি এমনকি ময়ূর পর্যন্ত চেন আটা নাইলনের থলেতে ভরে হাসনাবাদ লোকাল ব্যবহার করে সাইকেল মোটর সাইকেল ইত্যাদি নানান পদ্ধতি অবলম্বন করে সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে।
আবার বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির বিদেশী পাখি ঢুকছে এদেশে।যার মধ্যে বসিরহাটের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ কাজে যুক্ত বলে অভিযোগ। প্রকাশ্য দিবালোকে বসিরহাট শহরের বুকের উপর দিয়ে ইছামতি সেতু পেরিয়ে চলছে এই চোরা কারবার।ইছামতি সেতু লাগোয়া বসিরহাট জেলা পুলিশ সুপারের বাংলো অফিস।বসিরহাট মহকুমা শাসকের বাংলো অফিস ইছামতি ব্রিজ ঘেষে।তথাপি দিনের পর দিন এই বেআইনি কারবারে হাত পাকিয়েছে একশ্রেণীর যুবকরা।পুলিশ, বনদপ্তর সব জেনেও নিশ্চুপ।এদিনের এই বিদেশি হাস উদ্ধারের ঘটনায় পাখি প্রেমীরা বসিরহাটের পুলিশ প্রশাসনকে আরও হওয়ার পরামর্শ দিয়েছেন।
We hate spam as much as you do