Tranding

11:26 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন দমদমে শেষ হল

সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন দমদমে শেষ হল

সিটুর শ্রমনিবিড় জেলা উত্তর ২৪ পরগনার চটকল থেকে শুরু করে নির্মাণ শিল্প বিড়ি পৌর কর্মচারী রিক্সা ভ‍্যান অটো থেকে ক্ষুদ্র কুটির শিল্প মহিলা শ্রমজীবী সহ অন‍্যান‍্য ক্ষেত্রের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বর্তমান কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন শ্রম কোড বিল নিয়ে আলোচনায় বক্তারা তুলে ধরেন কিভাবে শ্রমিকের অধিকার খর্ব করা হচ্ছে।

সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন দমদমে শেষ হল

সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন দমদমে শেষ হল

nov 24.  2022

গতকাল প্রকাশ‍্য সমাবেশে মহঃ সেলিমের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হল CITU উত্তর ২৪ পরগনা জেলা দশম সম্মেলন। দমদম পৌরভবনে সম্মেলন অনুষ্ঠিত হল। প্রকাশ‍্য সমাবেশে মহঃ সেলিম ছাড়া সিটুর রাজ‍্য সম্পাদক অনাদি সাহু সভাপতি সুভাষ মুখার্জী সহ অন‍্যান‍্যরা বক্তব্য রাখেন। বর্তমান সময়ে সংগঠিত শিল্পে শ্রমিক কমছে। বাড়ছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক সংখ‍্যা। সিটুর শ্রমনিবিড় জেলা উত্তর ২৪ পরগনার চটকল থেকে শুরু করে নির্মাণ শিল্প বিড়ি পৌর কর্মচারী রিক্সা ভ‍্যান অটো থেকে ক্ষুদ্র কুটির শিল্প মহিলা শ্রমজীবী সহ অন‍্যান‍্য ক্ষেত্রের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বর্তমান কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন শ্রম কোড বিল নিয়ে আলোচনায় বক্তারা তুলে ধরেন কিভাবে শ্রমিকের অধিকার খর্ব করা হচ্ছে। এতে মালিকের মুনাফা আগের থেকে কয়েকগুন বেড়ে গেছে। অন‍্যদিকে এই রাজ‍্যের সরকার শ্রমিকদের পক্ষে তার অবস্থান নিচ্ছে না।

সম্মেলন উদ্বোধন করেন অনাদি সাহু। সাংগঠনিক  রিপোর্ট পেশ করেন সম্পাদক গার্গী চ‍্যাটার্জী এবং রাজ‍্য সভাপতি সুভাষ মুখার্জী তার ভাষনে সংগঠন সম্পর্কে বক্তব্য রাখেন। সম্মেলন থেকে গার্গী চ‍্যাটার্জীকে সম্পাদক ও নেপাল দেব ভট্টাচার্য্যকে সভাপতি নির্বাচিত করা হয়।

Your Opinion

We hate spam as much as you do