Tranding

12:29 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / সন্দেশখালিতে ISF নেত্রী, আয়েষা বিবি গ্রেপ্তার, নওশাদের আন্দোলনের ডাক

সন্দেশখালিতে ISF নেত্রী, আয়েষা বিবি গ্রেপ্তার, নওশাদের আন্দোলনের ডাক

দলনেত্রীর গ্রেফতারির প্রতিবাদে এদিন সকালে মিনাখাঁ থানার সামনে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেয় নওশাদ শিবির। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আইএসএফ নেতা কুতুবুদ্দিন মোল্লা। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “মিনাখাঁর যা অবস্থা তা অত্যান্ত লজ্জার। আইএসএফ নেত্রীকে যেভাবে থানায় ডেকে এনে গ্রেফতার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আমরা বসিরহাট থানায় শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়েছিলাম। কোনও অশান্তি হয়নি। কিন্তু আজকে সন্দেশখালির ইস্যু নিয়ে যেভাবে আমাদের নেত্রীকে হেনস্থা করা হচ্ছে তা অন্য়ায়।

সন্দেশখালিতে ISF নেত্রী, আয়েষা বিবি গ্রেপ্তার, নওশাদের আন্দোলনের ডাক

সন্দেশখালিতে ISF নেত্রী, আয়েষা বিবি গ্রেপ্তার, নওশাদের আন্দোলনের ডাক

 Feb 25, 2024 


সন্দেশখালি ঘটনায় এবার আইএসএফের এক নেত্রীকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। তা নিয়ে জোর শোরগোল বসিরহাটের রাজনৈতিক মহলে। ISF নেত্রী আয়েষা বিবির বিরুদ্ধে সন্দেশখালির ঘটনায় গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। সেই অভিযোগেই গ্রেফতার বলে জানতে পারা যাচ্ছে। এদিনই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে খবর। ক্ষোভে ফুঁসছে আইএসএফ শিবির। 

দলনেত্রীর গ্রেফতারির প্রতিবাদে এদিন সকালে মিনাখাঁ থানার সামনে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেয় নওশাদ শিবির। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আইএসএফ নেতা কুতুবুদ্দিন মোল্লা। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “মিনাখাঁর যা অবস্থা তা অত্যান্ত লজ্জার। আইএসএফ নেত্রীকে যেভাবে থানায় ডেকে এনে গ্রেফতার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আমরা বসিরহাট থানায় শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়েছিলাম। কোনও অশান্তি হয়নি। কিন্তু আজকে সন্দেশখালির ইস্যু নিয়ে যেভাবে আমাদের নেত্রীকে হেনস্থা করা হচ্ছে তা অন্য়ায়। প্রতিবাদী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর জবাব বাংলার জনগণ দেবে। আশা করছি উনি জামিন পাবেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাব। এর শেষ দেখে তবেই ছাড়ব।”  
এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, এখনও উত্তেজনা কমেনি সন্দেশখালিতে। রোজই নতুন করে তপ্ত হয়ে উঠেছে একাধিক এলাকায়। বেড়েছে পুলিশি নজরদারি। এলাকায় নিজে ঘুরছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। গত দু’দিনে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর। অগ্নিগর্ভ পরিস্থিতিও তৈরি হয়। কিন্তু, এখনও বাইরে সন্দেশখালির অপরাধী তৃণমূল নেতা শেখ শাহজাহান। তবে ধরা পড়েছেন তাঁর দুই মূল শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরা। 

Your Opinion

We hate spam as much as you do