বিভিন্ন মিছিলে স্লোগান উঠেছে, দুর্নীতির বিচার করতে হবে। টাকা বিনিময়ে নিয়োগ হয়েছে, যোগ্য চাকরিপ্রার্থীরা বসে রয়েছেন রাস্তায়। ন্যায় দিতে হবে তাঁদের। কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরি, একশো দিনের কাজ দিতে হবে।
৬ই জুন সিপিআইএমের বারাসাত সমাবেশের প্রচার ও উদ্দীপনা তুঙ্গে
০৫ জুন ২০২৩
ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে সাম্প্রতিককালে রাজ্যে ঘটে চলা ব্যাপক নিয়োগ দুর্নীতি এবং পঞ্চায়েতের তারিখ অবিলম্বে জানানোর দাবি নিয়ে এবং কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি ও অন্যান্য কার্যকলাপের বিরুদ্ধে ৬ই জুন বারাসাতে যে বিপুল জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল তার প্রস্তুতি সমস্ত জেলা জুড়ে একটি গণজাগরণের রূপ নিয়েছে।
বিভিন্ন মিছিলে স্লোগান উঠেছে, দুর্নীতির বিচার করতে হবে। টাকা বিনিময়ে নিয়োগ হয়েছে, যোগ্য চাকরিপ্রার্থীরা বসে রয়েছেন রাস্তায়। ন্যায় দিতে হবে তাঁদের। কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরি, একশো দিনের কাজ দিতে হবে।
এদিকে খবরে প্রকাশ উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন এই সমাবেশের অনুমতি বারাসাতের কাছারি ময়দানে দিয়েও গত ৩১ শে মে ময়দান সংস্কার করার অজুহাতে প্রত্যাহার করে নেয় এতে চারদিকে তীব্র ক্ষোভে সৃষ্টি হয় এবং গণতান্ত্রিক একটি রাজ্যে একটি নির্দিষ্ট বিরোধী রাজনৈতিক দলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সভা করতে না দেওয়ার অভিযোগ ওঠে।
যদিও একটি বার্তায় সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক মৃণাল চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস জানান বিপুল মানুষের সমাগম হবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ওই দিন বিকেল তিনটের সময় সুতরাং প্রশাসনের অনুমতি ওপর কিছুই নির্ভর করে না। এবং সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান সারা জেলা জুড়ে মানুষের ক্ষোভ আছড়ে পড়বে ওই দিন বারাসাতে।
এর আগে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বারাসাত জেলা প্রশাসন দপ্তরে একটি ছাত্র যুব মহিলা সংগঠনের বিক্ষোভ কর্মসূচি এবং তাতে পুলিশের ৮ জন বাম ছাত্র যুব কর্মীদের গ্রেপ্তার নিয়ে সারা জেলা জুড়ে একটি আলোড়ন সৃষ্টি হয়। তারপরেই সিপিআইএমের এই কর্মসূচি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ।
এই কর্মসূচি ঘোষণার পরে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অভিষেক ব্যানার্জির তথাকথিত লিপ্স এন্ড বাউন্স কোম্পানির সম্পর্কে সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক ও রাজ্যের প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী গৌতম দেবের অভিযোগ। বার্তায় বলা হয়েছে গৌতম আজ থেকে ১২ বছর আগে যা বলেছিলেন তা সত্যি প্রমাণিত হচ্ছে। সেই সঙ্গে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন "কালীঘাটের কাকু" ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবং সব থেকে গুরুত্বপূর্ণ তাদের সাথে আর এস এস এর যোগ আরো একটি মাত্রা দিয়েছে। এই সময়ে নিঃসন্দেহে এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে সিপিআইএমের বারাসাতের কর্মসূচি জেলা এবং রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করবে।
জেলা বিভিন্ন স্থানে মিটিং মিছিল পথসভার মধ্যে দিয়ে এই কর্মসূচির প্রচার করা হচ্ছে। এই প্রবল দাবদাহের মধ্যেই আশা করা যাচ্ছে এক বিপুল জমায়েতে সম্ভাবনা। সমাবেশে বক্তব্য রাখবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম, সুজন চক্রবর্তী, গৌতম দেব, দেবলীনা হেমব্রম, জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী এবং সভাপতিত্ব করবেন পলাশ দাশ ।
We hate spam as much as you do