সুজন চক্রবর্তী থানা থেকে বেরিয়ে যাওয়ার পর রহড়া থানার সামনে তৃণমূল ও সিপিআইএম বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়।
খড়দা থানায় আহত CPM কর্মী ও প্রার্থী সুজনকে ঘিরে TMCর গালাগাল, স্লোগান
May 21, 2024
এক সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। গোটা ঘটনা জানা মাত্রই সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী যান রহড়া থানায় অভিযোগ করতে। অভিযোগ সেখানে যাওয়ার পরও তৃণমূলের নেতা কর্মীদের আক্রমণের মুখ পড়তে হয়ে সিপিআইএম প্রার্থীকে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে, সেখানে এক সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর সেই ঘটনায় সেই আক্রান্ত সিপিআইএম কর্মীকে রহড়া থানায় নিয়ে গিয়ে অভিযোগ জানাতে যায় দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ও সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকেরা। একই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও সিপিআইএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ করতে রহড়া থানায় যায়।
সুজন চক্রবর্তী থানা থেকে বেরিয়ে যাওয়ার পর রহড়া থানার সামনে তৃণমূল ও সিপিআইএম বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
সিপিআইএম নেতা সজল গুহ বলেন, “আমাদের এক কর্মী আহত হয়েছেন। অভিযোগ করতে এসেছি সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা এইভাবে স্লোগান দিচ্ছিল। এমনকী আমাদের গালিগালাজ করা হয়।”
We hate spam as much as you do