Tranding

11:24 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / রোগি মৃত্যুকে ঘিরে তুমুল বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতলে।

রোগি মৃত্যুকে ঘিরে তুমুল বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতলে।

হাসপাতালে রয়েছে উত্তেজনার পরিবেশ।মৃতার নাম আনোয়ারা বিবি(৬২)।বাড়ি বাদুড়িয়া থানার লবঙ্গ গ্রামে।শারীরিক নানান অসুবিধা নিয়ে ভর্তি হন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।অভিযোগ একপ্রকার বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই রোগীর আত্মীয় ও পরিজনেরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালের ভেতরে

রোগি মৃত্যুকে ঘিরে তুমুল বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতলে।

 

রোগি মৃত্যুকে ঘিরে তুমুল বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতলে

নিজস্ব সংবাদদাতা:বসিরহাট,২সেপ্টেম্বর--
রোগি মৃত্যুকে ঘিরে তুমুল বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতলে।অভিযোগ,বৃহস্পতিবার রাতের এই ঘটনায় প্রায় ৫৫কোটা টাকা ব্যয়ে তৈরি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চূড়ান্ত অব্যবস্হা,
কঙ্কালসার ছবি উঠে এলো। যার হাল আছে হেতাল নেই। বিক্ষোভ সামলাতে বসিরহাট থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।বিক্ষোভকারীদের সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়।শেষে বিক্ষোভকারীরা পিছু হটতে বাধ্য হয়।হাসপাতালে রয়েছে উত্তেজনার পরিবেশ।মৃতার নাম আনোয়ারা বিবি(৬২)।বাড়ি বাদুড়িয়া থানার লবঙ্গ গ্রামে।শারীরিক নানান অসুবিধা নিয়ে ভর্তি হন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।অভিযোগ একপ্রকার বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই রোগীর আত্মীয় ও পরিজনেরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালের ভেতরে । বিক্ষোভকারীদের অভিযোগ-কোন ডাক্তারি পরিষেবা নেই হাসপাতালে। প্রচণ্ড উদাসীনতা এবং সেই কারণেই রোগীর মৃত্যু হয়েছে এবং আরো যেসব রোগী ভর্তি আছে তারাও কোন পরিষেবা পাচ্ছে না। সেই কারণেই হাসপাতালে ভেতরেই মৃত রোগীর আত্মীয় স্বজন এবং অন্য রোগীদের আত্মীয়-স্বজনরাও একজোট হয়ে বিক্ষোভ দেখায়।হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার যণ্ত্রপাতি থাকা সত্ত্বেও বাইরে থেকে পরীক্ষা করাতে হয়।তার জন্য সকাল হতেই দালালরাজ সক্রিয় হয়ে ওঠে।তারা একেবারে রোগীর বিছানার কাছে পৌঁছে যায়,কি ব্লাড টানতে কি ই সি জি করতে।চিকিৎসক, নার্সদের সামনেই চলছে দেদার এই বেআইনি কারবার।হাসপাতাল সুপার কালিদাস পোদ্দার সব জেনেও অন্ধ্র ধৃতরাষ্ট্র।এ ব্যাপারে তাকে বহুবার বহু রোগীর আত্মীয়রা জানিয়েও কোন ফল হয় নি।
 এদিনের ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের বিষয়ে সুপারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেন না।তবে বিক্ষোভকারীদের অভিযোগের সত্যতার বেশিরভাগটাই মেনে নেন নাম প্রকাশে অনিচ্ছুক বসিরহাট স্বাস্থ্য জেলার এক আধিকারীক।

 

Your Opinion

We hate spam as much as you do