Tranding

12:18 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আপার প্রাইমারি প্রার্থীদের বিক্ষোভ সেক্টর ফাইভে, পুলিশের ধরপাকড় ৯ বছর পরও মেধাতালিকা প্রকাশ হল না।

আপার প্রাইমারি প্রার্থীদের বিক্ষোভ সেক্টর ফাইভে, পুলিশের ধরপাকড় ৯ বছর পরও মেধাতালিকা প্রকাশ হল না।

মেধাতালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযান আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের। তাঁদের অভিযোগ ৯ বছর পেরিয়ে গেলেও মেধাতালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও পদক্ষেপ করেনি এসএসসি। এর প্রতিবাদেই এই অভিযানের ডাক আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের।

আপার প্রাইমারি প্রার্থীদের বিক্ষোভ সেক্টর ফাইভে, পুলিশের ধরপাকড়  ৯ বছর পরও মেধাতালিকা প্রকাশ হল না।

আপার প্রাইমারি প্রার্থীদের বিক্ষোভ সেক্টর ফাইভে, পুলিশের ধরপাকড়  ৯ বছর পরও মেধাতালিকা প্রকাশ হল না।
 

Mar 22, 2023 

 
একের পর এক চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে। কেন্দ্রীয় তদন্তকারী দল নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনে অনিময়ের অভিযোগে প্রভাবশালী ব্যক্তিদের গ্রেফতার করে তদন্ত করছে। এর মধ্যেই নিয়োগের দাবিতে সরব হলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের এই অভিযান ঘিরে সপ্তাহের মাঝে উত্তাল হল সল্টলেকের সেক্টর ফাইভ চত্বর। চাকরিপ্রার্থীদের অভিযানের অনুমতি নেই জানিয়ে বাধা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। এসএসসি ভবনের দিকে অগ্রসর আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের। বহু চাকরি প্রার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর আশপাশের এলাকায়। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব চাকরিপ্রার্থীরা মেধাতালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবি করেছেন।


মেধাতালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযান আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের। তাঁদের অভিযোগ ৯ বছর পেরিয়ে গেলেও মেধাতালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও পদক্ষেপ করেনি এসএসসি। এর প্রতিবাদেই এই অভিযানের ডাক আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের।

 

২০১৪ সালের ৩০ জানুয়ারি আপার প্রাইমারিতে নিয়োগের জন্য অফলাইনে বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে পরীক্ষা হয় ২০১৫ সালের ১৬ অগস্ট। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য পরীক্ষা হয়েছিল। এর পর ফল প্রকাশ হয় এবং ইন্টারভিউ হয়েছে চাকরিপ্রার্থীদের। কিন্তু চূড়ান্ত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেনি বলে অভিযোগ। মেধাতালিকা প্রকাশের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারির নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয়। নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে মেধাতালিকা আদালতে জমা করতে হবে। এমনই নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু অভিযোগ, ওই সময়সীমার মধ্যে মেধাতালিকা জমা দেয়নি এসএসসি। ২০২২ সালের ২৭ ডিসেম্বর ফের মামলা করেন চাকরিপ্রার্থীরা। তাতেও কাজ হয়নি বলে অভিযোগ। মেধাতালিকা প্রকাশের দাবিতেই বুধবার এসএসসি ভবন অভিযানে নামেন চাকরিপ্রার্থীরা।


বিধাননগর পুলিশের বক্তব্য, এই অভিযানের জন্য কোনও রকম বৈধ অনুমতি নেওয়া হয়নি। সেক্টর ফাইভ মেট্রো থেকে বেরিয়ে এসএসসি ভবনের দিকে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করলেই বাধা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। এর জেরে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাধে চাকরিপ্রার্থীদের। তখন পুলিশ বিক্ষোভকারীদের আটক করে বাসে তোলে। আটক করে তাঁদের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স ও বিধাননগর পূর্ব- এই দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। মোট ৬০ জনেক আটক করা হয়েছে বলে বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

Your Opinion

We hate spam as much as you do