Tranding

12:22 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / CPIM-বনধে বেশ সাড়া সন্দেশখালিতে, নিরাপদর মুক্তির দাবী

CPIM-বনধে বেশ সাড়া সন্দেশখালিতে, নিরাপদর মুক্তির দাবী

সন্দেশখালি ফেরিঘাট বেশ কিছুটা ফাঁকা। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। ফেরি চলাচল করছে যদিও এদিকে বনধের প্রভাব ষথেষ্ট পড়েছে বলে জানিয়েছেন সন্দেশখালি ফেরিঘাটের কর্মী। গাড়ি-অটো অনেকটাই কম রয়েছে বলে জানিয়েছেন। এদিকে দোকান বন্ধ দেখা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে ১৪৪ ধারা রয়েছে সেই বিষয়টি জানিয়েছে। বিভিন্ন এলাকায় সেই বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া হয়েছে।

CPIM-বনধে বেশ সাড়া সন্দেশখালিতে,  নিরাপদর মুক্তির দাবী

CPIM-বনধে বেশ সাড়া সন্দেশখালিতে,  নিরাপদর মুক্তির দাবী

12 Feb 2024 

 
মাত্র কয়েক ঘণ্টা আগে গতকাল বিকেলে সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি ১২ ঘন্টার সন্দেশখালি বন্ধের ডাক দেয়। এমনিতেই সন্দেশখালি বেশ খানিকটা উত্তপ্ত পুলিশের বিরুদ্ধে পক্ষপাত মূলক কাজের অভিযোগ করছেন অনেকে। এরই মধ্যে
প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারির প্রতিবাদে, আজ সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক দিয়েছে সিপিএম। গত বুধবারের ঘটনায় আজ বসিরহাটের SP অফিস-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে সিপিএমের।  


সন্দেশখালি ফেরিঘাট বেশ কিছুটা ফাঁকা। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। ফেরি চলাচল করছে যদিও এদিকে বনধের প্রভাব ষথেষ্ট পড়েছে বলে জানিয়েছেন সন্দেশখালি ফেরিঘাটের কর্মী। গাড়ি-অটো অনেকটাই কম রয়েছে বলে জানিয়েছেন। এদিকে দোকান বন্ধ দেখা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে ১৪৪ ধারা রয়েছে সেই বিষয়টি জানিয়েছে। বিভিন্ন এলাকায় সেই বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া হয়েছে।

সন্দেশখালি ২ নম্বর ব্লকের ধামাখালিতে বনধের প্রভাব কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খবর পৌঁছে যাওয়ায় বনধে অংশ নেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে।


ইতিমধ্য়েই মহিলা কমিশনের সদস্য, চেয়ারপার্সন পৌঁছেছে সন্দেশখালিতে। এদিনই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

অন্যদিকে, আজই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। শেখ শাহজাহানের শাগরেদ ও অন্যতম অভিযুক্ত বেপাত্তা তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার অভিযোগপত্রের একেবারে প্রথমে ছিল নিরাপদ সর্দারের নাম। রবিবার কলকাতার বাঁশদ্রোণী থেকে গ্রেফতার হন নিরাপদ সর্দার। দীর্ঘক্ষণ বাঁশদ্রোণী থানায় আটকে রাখার পর দুপুরে সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়।


 

Your Opinion

We hate spam as much as you do