পুলিশ সূত্রে খবর, টাকা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে সিকান্দরকে। মনু সাউ নামে এলাকারই এক যুবকের কাছ থেকে কুড়ি হাজার টাকা ধার নিয়েছিলেন সিকান্দর। সময় মত টাকা ফেরত দিতে না পারায় তাঁর উপর চাপ সৃষ্টি করে মনু সাউ।
ভাটপাড়ায়, প্রকাশ্যে গুলি করে যুবককে খুন
ফের জগদ্দলে গুলি চলল । সমাজবিরোধীদের গুলিতে নিহত এক যুবক। ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের জগদ্দল বড় শ্রীরামপুর এলাকার ঘটনা। নিহত যুবকের নাম সিকন্দর দাস। অভিযোগ, শনিবার রাতে সিকান্দরের বাড়িতে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সিকান্দর। এরপরই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সিকান্দরকে স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
এদিক ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় জগদ্দল থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, টাকা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে সিকান্দরকে। মনু সাউ নামে এলাকারই এক যুবকের কাছ থেকে কুড়ি হাজার টাকা ধার নিয়েছিলেন সিকান্দর। সময় মত টাকা ফেরত দিতে না পারায় তাঁর উপর চাপ সৃষ্টি করে মনু সাউ।
এরপর শনিবার রাতে সিকান্দরের বাড়িতে যায় মনু। তারপর উভয়ের মধ্যে টাকা নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, সেইসময়ই খুব কাছ থেকে সিকান্দরকে গুলি করে মনু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সিকান্দার। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
We hate spam as much as you do