অবিলম্বে উতপাদন চালু করার দাবীতে মিল গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন । এমনিতেই ১৫ দিন বন্ধ থাকার কারনে মাইনে হবে না । তার ওপর রাজ্য সরকারের নতুন করে আরও ১৫ দিন লক ডাউন ঘোষণা কে সামনে রেখে আবার মালিক পক্ষ মিল বন্ধ রাখে তাহলে আর্থিক অবস্থা খুব খারাপ হবে ।
জগদ্দল জেজেআই জুট মিল খোলার দাবীতে শ্রমিকদের পথ অবরোধ
জগদ্দল জেজেআই জুট মিল গত ১৭ই মে থেকে বন্ধ আছে । মুলত কোভিড পরিস্থিতির কারনে মিল ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে । এদিকে রাজ্য সরকার লক ডাউন ঘোষণা করলেও কারখানাগুলো ৪০% কর্মী নিয়ে চালানোর কথা বলেন । অথচ এই কারখানার মালিক করোনা অজুহাতে কারখানাই বন্ধ করে দিয়েছে । অবিলম্বে উতপাদন চালু করার দাবীতে মিল গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন । এমনিতেই ১৫ দিন বন্ধ থাকার কারনে মাইনে হবে না । তার ওপর রাজ্য সরকারের নতুন করে আরও ১৫ দিন লক ডাউন ঘোষণা কে সামনে রেখে আবার মালিক পক্ষ মিল বন্ধ রাখে তাহলে আর্থিক অবস্থা খুব খারাপ হবে ।
এই দাবীতে রাস্তা অবরোধ করা হয় । বিভিন্ন স্রমিক সংগঠনের সাথে বিসিএমিউ , আইএনটিইউসি এর নেতৃত্ব উপস্থিত ছিলেন । সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক গার্গী চ্যাটারজি বিক্ষোভে উপস্থিত ছিলেন । বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের নেতা রঞ্জিত মণ্ডল বলেন রাজ্যে অনেক জুট মিল চলছে তাহলে এটা বন্ধ কেন ? কাচামালের অভাব বলা হচ্ছে । তাহলে রাজ্যে শুধু ১৬ টা জুট মিল বন্ধ কেন ? স্থানীয় থানার আই সি ঘটনা স্থলে উপস্থিত থেকে তিনদিন সময় চেয়ে নেন । তারপর অবরোধ উঠে যায় ।
We hate spam as much as you do