Tranding

12:23 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / SFI মিছিলে NEET কেলেঙ্কারির শিকার ছাত্রীর মা এর কান্না

SFI মিছিলে NEET কেলেঙ্কারির শিকার ছাত্রীর মা এর কান্না

মিছিল শেষে কলোনী মোড়ে অবরোধ চলছিল। হঠাতই কাঁদতে কাঁদতে ছুটে এলেন এক মহিলা। চিৎকার করে কিছু বলতে শুরু করলেন। গিয়ে কথা বলতেই জানালেন, ওনার মেয়ে দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে নিট পরীক্ষায় বসেছিল তার মেয়ে। ৩৫-৪০ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে। চান্স পায়নি মেয়েটি। ওর দীর্ঘদিনের পরিশ্রম, সময় - পরিবারের সর্বস্ব জলে গিয়েছে।

SFI মিছিলে  NEET কেলেঙ্কারির শিকার ছাত্রীর মা এর কান্না

SFI মিছিলে  NEET কেলেঙ্কারির শিকার ছাত্রীর মা এর কান্না

23 জুন 2024

NET - NEET এ ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ বারাসাতে এসএফআই উত্তর চব্বিশ পরগণা জেলা কমিটির ডাকে আজ বৃষ্টি ভিজে মিছিল করল এসএফআই। উপস্থিত ছিলেন এসএফআই উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক আকাশ কর সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।


মিছিল শেষে কলোনী মোড়ে অবরোধ চলছিল। হঠাতই কাঁদতে কাঁদতে ছুটে এলেন এক মহিলা। চিৎকার করে কিছু বলতে শুরু করলেন। গিয়ে কথা বলতেই জানালেন, ওনার মেয়ে দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে নিট পরীক্ষায় বসেছিল তার মেয়ে। ৩৫-৪০ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে। চান্স পায়নি মেয়েটি। ওর দীর্ঘদিনের পরিশ্রম, সময় - পরিবারের সর্বস্ব জলে গিয়েছে। মানসিকভাবে ভেঙে পড়েছে এমনই, মাকে কেঁদে কেঁদে বলতে হচ্ছে, ''চোখে চোখে রাখতে হচ্ছে মেয়েকে। ভয় হয় কখন কি করে ফেলে।'' 


এসএফআই নেতৃত্ব পরীক্ষার্থীর মা'কে কথা দিয়েছি,  রাস্তায় থাকার। এইরকম মেয়ের মত হাজার হাজার গরীব মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েদের ডাক্তার হওয়ার স্বপ্ন বিফলে যেতে না দেওয়ার অঙ্গীকার করে।  এ রাজ্যে টেটেও যা হয়েছে। সারা দেশে নেটেও তাই হল। এ অন‍্যায়ের অবসান চাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। NTA বাতিল করতে হবে। এই দাবি করে


পশ্চিমবঙ্গ থেকে দেশের নবনিযুক্ত শিক্ষা প্রতি মন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। তাকে এই দুর্নীতির দায় নিয়ে পদত‍্যাগের দাবি করেন বাম ছাত্ররা। 

Your Opinion

We hate spam as much as you do