Tranding

12:24 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / গ্রেফতার বেআইনি! জামিনে মুক্ত হয়েই নিরাপদ সর্দার প্রতিবাদে সোচ্চার

গ্রেফতার বেআইনি! জামিনে মুক্ত হয়েই নিরাপদ সর্দার প্রতিবাদে সোচ্চার

নিরাপদ সর্দারকে শর্তসাপেক্ষে জামিন দিয়ে আদালত জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে রোজ হাজিরা দিতে হবে তাঁকে। শর্ত না মানলে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়াই তাঁর জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত।

গ্রেফতার বেআইনি! জামিনে মুক্ত হয়েই নিরাপদ সর্দার প্রতিবাদে সোচ্চার

গ্রেফতার বেআইনি! জামিনে মুক্ত হয়েই নিরাপদ সর্দার প্রতিবাদে সোচ্চার 


27th February 2024 


সন্দেশখালি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। তাঁকে মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ ছিল। তা মানা হয়েছে। জেল থেকে বেরিয়ে এসেছেন নিরাপদ। আর বেরিয়েই শাসক দলকে তুলোধনা করলেন তিনি। বললেন, তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল। 

সিপিএম নেতৃত্ব থেকে নিরাপদ সর্দারের পরিবার শুরু থেকেই এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তাতে নেমে প্রতিবাদও করেছে তাঁরা। মঙ্গলবার জামিন পাওয়ার পর নিরাপদ সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, ''২০১৩ সাল থেকে বিধানসভায় সন্দেশখালি নিয়ে অভিযোগ করেছি। কিন্তু বিধানসভায় আমাকে কথা বলতে দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।'' পাশাপাশি সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি নিয়েও সরকারের সমালোচনা করেছেন নিরাপদ। 

দফায় দফায় বিক্ষোভ এবং হিংসার ঘটনার কারণে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রথমে গোটা সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারি করা হলেও কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বিক্ষিপ্ত কিছু জায়গায় তা জারি হয়। এখনও পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে সন্দেশখালির অনেক জায়গায়। সে নিয়ে সরব হয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক। তাঁর বক্তব্য, ''সিপিএম সহ অন্য বিরোধী দলকে আটকানো হচ্ছে। এদিকে সন্দেশখালি গিয়ে শাসক দলের নেতা-মন্ত্রীরা হরিকীর্তন করছে। তৃণমূলের নেতাদের জন্য কি কোনও ১৪৪ ধারা নেই? এটা কি ইয়ার্কি হচ্ছে?'' 

নিরাপদ সর্দারকে শর্তসাপেক্ষে জামিন দিয়ে আদালত জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে রোজ হাজিরা দিতে হবে তাঁকে। শর্ত না মানলে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়াই তাঁর জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত। গ্রেফতারির ঘটনায় জেলার পুলিশ সুপারের থেকেও রিপোর্ট চেয়েছে আদালত।

Your Opinion

We hate spam as much as you do