প্রস্তাবের পক্ষে আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, বিশিষ্ট লেখক কিন্নর রায়, সঙ্গীত শিল্পী কাজি কামাল নাসের, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির জৈব প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক সুদিত শেখর মুখার্জী, বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি অধ্যাপক শ্যামল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী, সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলার সম্পাদক দেবাশীষ রায় প্রমুখ। বক্তারা প্রত্যেকেই সংবিধান উল্লিখিত বিজ্ঞান মনস্কতা প্রসারের ওপর সাম্প্রতিক সময়ে রাষ্ট্রের উদ্যোগে যে ভাবে আঘাত নামিয়ে আনা হচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদের সার্বিক চর্চার প্রয়োজনীয়তার কথা স্মরন করিয়ে দেন। কনভেনশনের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন রত্না রায়।
বীরভূমে ডাইনি বলে পিটিয়ে মারার প্রতিবাদে বিজ্ঞান মঞ্চের গণ কনভেনশন
১৪ এপ্রিল ২০২৩
গত ২৩ মার্চ বীরভূমে 'ডাইনি' অপবাদে এক আদিবাসী দম্পতিকে পিটিয়ে মারার প্রতিবাদে এবং অবিলম্বে এ রাজ্যের উপযোগী কুসংস্কার বিরোধী আইন প্রণয়নের দাবিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে আজ বিকাল ৪ টেয় বিধাননগরের ঐকতান সভাগৃহে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রয়াত প্রবীর ঘোষ ও বিজ্ঞানী কমলেশ ভৌমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কনভেনশনের সূচনা হয়।
বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির পক্ষে কনভেনশনে এ রাজ্যের উপযোগী কুসংস্কার বিরোধী আইন প্রনয়নের পক্ষে প্রস্তাব রাখেন মিলন গাইন। প্রস্তাবে সরকারি চিকিৎসা ব্যবস্থার সার্বিক সম্প্রসারণের দাবি তোলা হয় যাতে প্রান্তিক মানুষ ওঝা গুণিনের কাছে যেতে বাধ্য না হয়।
প্রস্তাবের পক্ষে আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, বিশিষ্ট লেখক কিন্নর রায়, সঙ্গীত শিল্পী কাজি কামাল নাসের, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির জৈব প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক সুদিত শেখর মুখার্জী, বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি অধ্যাপক শ্যামল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী, সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলার সম্পাদক দেবাশীষ রায় প্রমুখ। বক্তারা প্রত্যেকেই সংবিধান উল্লিখিত বিজ্ঞান মনস্কতা প্রসারের ওপর সাম্প্রতিক সময়ে রাষ্ট্রের উদ্যোগে যে ভাবে আঘাত নামিয়ে আনা হচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদের সার্বিক চর্চার প্রয়োজনীয়তার কথা স্মরন করিয়ে দেন। কনভেনশনের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন রত্না রায়।
এছাড়া কাজি কামাল নাসেরের গান এবং তুলসী ভট্টাচার্য্যের কুসংস্কার বিরোধী ছড়া কনভেনশনে এক অন্য মাত্রা যোগ করে। কুসংস্কার ও অন্ধবিশ্বাস বিরোধী আইন প্রনয়নের দাবিতে আহূত এই কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বাসব বসাক। সব শেষে কনভেনশনে উত্থিত প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
We hate spam as much as you do