খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি সংস্কারের দাবিছিল দীর্ঘদিনের।শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের বাতুর মজুমদারের সাঁকো থেকে মহিসার গ্রাম পঞ্চায়েতের হরিপুর অভিমুখী ৫০১ মিটার ঢালাই রাস্তা মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে আনুমানিক ২০ লক্ষ টাকা ব্যয়ে বাতুর মজুমদার সাঁকো থেকে কাজের শুভ সূচনা করলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ
মুর্শিদাবাদের খড়গ্রামের বাতুরে ঢালাই রাস্তা সহ সেতু নির্মাণের শুভ সুচনা খরচ হবে ২০ লক্ষ টাকা
:newscopes.in 17th july
সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ রাস্তাটি চরম বেহাল দশা। গোটা রাস্তায় অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয় বলে দীর্ঘ দিনের অভিযোগ ছিলো স্থানীয় গ্রামের বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর। এই রাস্তা সংস্কার হলে কমবেশী ২০ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন ।
খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি সংস্কারের দাবিছিল দীর্ঘদিনের।শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের বাতুর মজুমদারের সাঁকো থেকে মহিসার গ্রাম পঞ্চায়েতের হরিপুর অভিমুখী ৫০১ মিটার ঢালাই রাস্তা মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে আনুমানিক ২০ লক্ষ টাকা ব্যয়ে বাতুর মজুমদার সাঁকো থেকে কাজের শুভ সূচনা করলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ । উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের আধিকারিক বৃন্দ, বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সরকারি আধিকারিক,বালিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য এছাড়াও অন্যান্য নেতৃত্ব।বেহাল রাস্তা সংস্কারের কাজের শুভ সূচনা হওয়াতে খুব খুশি এলাকার গ্রামবাসীরা। তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকার, মুর্শিদাবাদ জেলা পরিষদ,খড়গ্রাম পঞ্চায়েত সমিতি, বালিয়া গ্রাম পঞ্চায়েত ও মহিষার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে।
We hate spam as much as you do