রাইট টু এডুকেশন ফোরাম' এই আক্রমণের বিরুদ্ধে তীব্র ধিক্বার জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে
'রাইট টু এডুকেশন ফোরাম' জেলার পক্ষ থেকে দলুয়াখাকীর আক্রান্ত গ্রামবাসীদের সাহায্য
15 December 23
'রাইট টু এডুকেশন ফোরাম' -উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আজ জয়নগরের দলুয়াখাকীর আক্রান্ত নিরীহ গ্রামবাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। আক্রান্ত তেত্রিশটি পরিবারের পুরুষ সদস্যরা আজও বাড়ি ছাড়া। 'রাইট টু এডুকেশন ফোরাম' এই আক্রমণের বিরুদ্ধে তীব্র ধিক্বার জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। ফোরামের পক্ষ থেকে আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সবিতা চৌধুরী, অধ্যাপক উত্তম কুমার দত্ত, শিক্ষিকা তুষারকণা মন্ডল বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক নিলয়কুমার সাহা। উত্তর ২৪ পরগনা অধ্যাপক লোকাল কমিটি আক্রান্ত পরিবারগুলির উপার্জনের অন্যতম উৎস পুড়িয়ে দেওয়া সেলাই মেশিন ক্রয়ের জন্য পার্টির, 'সাউথ ২৪ পরগনা ডিসট্রিক্ট রিলিফ কমিটি'র ত্রান তহবিলে ৩০০০০ টাকা দান করে।
We hate spam as much as you do