Tranding

11:21 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / হারিয়ে যাওয়া মা'কে খুঁজে দিলেন হৃদয়পুরের নলেজ সোসাইটি 

হারিয়ে যাওয়া মা'কে খুঁজে দিলেন হৃদয়পুরের নলেজ সোসাইটি 

৬ দিন পর ফিরে পেলেন পরিবারকে।মাকে খুঁজে পেয়ে আপ্লুত বসু পরিবার।জানালেন ছেলে রাজীব বসু।আর এই সব কিছুকে সম্ভব করে তুললেন বসিরহাট জেলা হাসপাতালের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারীক নলেজ সোসাইটির মুখ্য উপদেষ্টা চিকিৎসক শ্যামল বিশ্বাস ও তাঁর স্ত্রী সোসাইটির সম্পাদিকা শিবানী বিশ্বাস,বিশ্বজিৎ গুহ,ছোট্ট তৃশান বিশ্বাস।

হারিয়ে যাওয়া মা'কে খুঁজে দিলেন হৃদয়পুরের নলেজ সোসাইটি 

হারিয়ে যাওয়া মা'কে খুঁজে দিলেন হৃদয়পুরের নলেজ সোসাইটি 

নিজস্ব সংবাদদাতা:বসিরহাট, ৬ জুলাই-
খুঁজে দেওয়ার কথা ছিল পুলিশের।খুঁজে দিলেন চিকিৎসক এবং তার সাথীরা।৬দিন পর মাকে খুঁজে পেয়ে বসু পরিবার এখন শুধুই উৎসবের আঙিনা। অতিমারীর সময়ে কর্মস্হলের গুরু দায়িত্ব সামলিয়ে এক চিকিৎসকের সমাজের প্রতি দায়বদ্ধতার গর্বিত ছবি ফুটে উঠলো হৃদয়পুরের ক্যানভাসে।
বারাসাত মহকুমার হৃদয়পুরে হৃদয়স্পর্শী হৃদয় খুঁজে পেলেন স্বেচ্ছাসেবী সংস্থা নলেজ সোসাইটি।করোনার আবহে কার্যত লকডাউনে দিশেহারা গরীব খেটে খাওয়া দিনমজুরের দল।একমুঠো অন্নের সংস্হানে হা-পিত্যেশ করে কাটে প্রহরের পর প্রহর।মেলে না কাজ,অরন্ধনে পড়ে মরে পরিবার।অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মতো নলেজ সোসাইটি এ হেন নিদারুণ পরিবেশে দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে প্রতিদিন পৌঁছে দেয় রান্না করা খাবার।তেমনি আবহে দেখা মেলে মধ্যমগ্রামের চন্ডীগড় মেইন রোডের বাসিন্দা বিউটি বসুর।ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন হৃদয়পুরে স্টেশনে।প্লাটফর্মই তাঁর বর্তমান ঠিকানা।জানেন না কোথায় তাঁর বাড়ি কে তার আপনজন।স্মৃতি কুঁড়ে খায়,তবুও অসহায়। ৬ দিন পর ফিরে পেলেন পরিবারকে।মাকে খুঁজে পেয়ে আপ্লুত বসু পরিবার।জানালেন ছেলে রাজীব বসু।আর এই সব কিছুকে সম্ভব করে তুললেন বসিরহাট জেলা হাসপাতালের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারীক নলেজ সোসাইটির মুখ্য উপদেষ্টা চিকিৎসক শ্যামল বিশ্বাস ও তাঁর স্ত্রী সোসাইটির সম্পাদিকা শিবানী বিশ্বাস,বিশ্বজিৎ গুহ,ছোট্ট তৃশান বিশ্বাস।
প্রতিদিনের মতো লাবণ্যতা নিয়ে নলেজ সোসাইটি খাবার বিলি করতে স্টেশন সংলগ্ন এলাকায় না খেতে পাওয়া দুঃস্থ মানুষদের বাড়িতে রান্না করা খাবার উপহার দেয়। ৬ জুলাই তার ব্যতিক্রম হয়নি।চিকিৎসক শ্যামল বিশ্বাস হঠাৎ দেখতে পান পঞ্চাশ উর্দ্ধো এক ভদ্রমহিলা হৃদয়পুর স্টেশনের প্লাটফর্মে বসে আছেন।তিনি তাঁকেও খাবার দিলেন।নাম ঠিকানা জিজ্ঞাসা করলেন। বলতে পারলেন না।সন্দেহ হয় এ সেই মহিলা নয় তো ৬ দিন আগে যার ছবি ও ফোন নং এক ভদ্রলোক দিয়ে গিয়েছিলেন।সাথে সাথে ফোন এবং পরে ভিডিও কল করি।বিউটি দেবীর ছেলে রজত বসু ভিডিও কলিং এর মাধ্যমে মা কে চিনতে পারেন।
রজতবাবু বললেন হ্যাঁ এটাই আমার মা।তার গলার স্বরে আবেগ যেন কথা বলে না।অলি গলি থানা বাজার হাসপাতাল মর্গ পাগলের মতো ঘুরে বেড়িয়েছেন রজতবাবু ও পরিবারের অন্যান্য সদস্যরা।খবর পেয়ে মূহূর্তে হাজির সবাই একটা চার চাকা গাড়ি নিয়ে।অনেক কান্নাকাটি আবেগ যেন শেষ হয় না।বিউটি বসুর স্বামী সন্তানরা শুধু বললেন একটাই কথা।আর তা হলো ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করবো না।

ছবির ক্যাপশন:খুঁজে পাওয়া বিউটি বসু

Your Opinion

We hate spam as much as you do