Tranding

11:17 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নিরাপদ সর্দারের গ্রেপ্তারে খেতমজুরদের বিক্ষোভ -অবরোধ গাজোলে এবং বাংলাজুড়ে

নিরাপদ সর্দারের গ্রেপ্তারে খেতমজুরদের বিক্ষোভ -অবরোধ গাজোলে এবং বাংলাজুড়ে

গোটা সন্দেশখালিতে সীমাহীন সন্ত্রাস চালিয়েছে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার মত তৃণমূলী গুন্ডারা। জমি দখল থেকে শুরু করে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা লুট, মহিলাদের সম্ভ্রমহানি করার মত জঘন্য কাজ করেছে তারা। এসবের প্রতিবাদেই আন্দোলনে নেমেছেন ওই এলাকার মানুষজনেরা। সাধারণ মানুষের রোষের সামনে পড়ে পলাতক ওই দুষ্কৃতীরা। শাহজাহান, শিবু হাজরাদের নাকি পুলিশ খুঁজে পাচ্ছেনা। অথচ পলাতক শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে খেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দারকে।

নিরাপদ সর্দারের গ্রেপ্তারে খেতমজুরদের  বিক্ষোভ -অবরোধ গাজোলে এবং বাংলাজুড়ে

নিরাপদ সর্দারের গ্রেপ্তারে খেতমজুরদের  বিক্ষোভ -অবরোধ গাজোলে এবং বাংলাজুড়ে

11 Feb 2024

 সন্দেশখালি কাণ্ডের জেরে গ্রেপ্তার করা হয়েছে সারা ভারত খেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তথা সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। এই ঘটনার প্রতিবাদে রবিবার গাজোলে বিক্ষোভ মিছিল এবং প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করল সারা ভারত খেতমজুর ইউনিয়ন মালদা জেলা কমিটি। এদিন শংকরপুর মোড় এলাকা থেকে সংগঠনের নেতা কর্মীদের এক বড়সড় মিছিল বের হয়। এরপর বিদ্রোহী মোড়ে এসে শুরু হয় পথ অবরোধ। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর এই কর্মসূচি প্রত্যাহার করা হয়। যদিও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া নিরাপদ সরদারকে অবিলম্বে মুক্তি না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বর্ণা টুডু, জেলা কমিটির সম্পাদক জমিল ফিরদৌস, প্রাক্তন বিধায়ক সাধু টুডু, সিপিআইএম এর জেলা কমিটির সদস্য সুজিত দাস সহ অন্যান্য বাম নেতৃত্ব।


কনভেনশন চলাকালীন এদিন খবর আসে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত নেতাকর্মী সমর্থকেরা। শুরু হয় প্রতিবাদ মিছিল। সংগঠনের জেলা সম্পাদক জমিল ফিরদৌস বলেন, গোটা সন্দেশখালিতে সীমাহীন সন্ত্রাস চালিয়েছে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার মত তৃণমূলী গুন্ডারা। জমি দখল থেকে শুরু করে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা লুট, মহিলাদের সম্ভ্রমহানি করার মত জঘন্য কাজ করেছে তারা। এসবের প্রতিবাদেই আন্দোলনে নেমেছেন ওই এলাকার মানুষজনেরা। সাধারণ মানুষের রোষের সামনে পড়ে পলাতক ওই দুষ্কৃতীরা। শাহজাহান, শিবু হাজরাদের নাকি পুলিশ খুঁজে পাচ্ছেনা। অথচ পলাতক শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে খেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দারকে। এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। আগামী দিন গোটা রাজ্য জুড়ে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

Your Opinion

We hate spam as much as you do