ওই মাঠটিতে আগে লোকের যাতায়াত ছিল। কিন্তু এখন আর যাতায়াত নেই সেভাবে। মাঠ পরিষ্কারই করা হয় না সেভাবে।
উত্তর ২৪ পরগনার শ্যামনগরে গুড়দহ ঋষি অরবিন্দ স্কুলের মাঠে কঙ্কাল
কঙ্কালটি যেখানে উদ্ধার হয়েছে তার কাছেই রয়েছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে গুড়দহ ঋষি অরবিন্দ স্কুলের মাঠ। আগে ওখানে প্রায়শই বাচ্চারা খেলাধুলো করত, বড়রা আড্ডা মারতেন! কিন্তু একে করোনা, তার ওপর বর্ষাকালে আগাছা জন্মে ভর্তি সেখানে। কার্যত জঙ্গলের আকার নিয়েছে মাঠ। এদিন সকালে এলাকারই কয়েক জন বাচ্চা সেখানে খেলতে যায়। দীর্ঘদিন বাদেই একপ্রকার বলা চলে! খেলতে গিয়ে বল পড়ে যায় ঝোপের মধ্যে। বল কুড়োতে গিয়ে রীতিমতো চমকে ওঠে বাচ্চাগুলো। প্রথমে বুঝতেই কিছুক্ষণ সময় লেগে যায়। তবে গণ্ডগোলের বিষয় বুঝেই ডেকে আনেন বাড়ির লোককে। দেখা যায়, ঝোপের মধ্যে পড়ে রয়েছে কঙ্কাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মাঠটিতে আগে লোকের যাতায়াত ছিল। কিন্তু এখন আর যাতায়াত নেই সেভাবে। মাঠ পরিষ্কারই করা হয় না সেভাবে। আগাছা জন্মে জঙ্গল হয়ে গিয়েছে। সোমবার সকালে সেই মাঠেই খেলছিল পাড়ার বাচ্চারা। কঙ্কালটি তারাই প্রথমে দেখতে পায়। পরে ভয় পেয়ে যায় খবর যায় পুলিশে। সোমবার সকালে পুলিশ এসে উদ্ধার করে কঙ্কালটি।
We hate spam as much as you do