শংকর বাবুর উপর রাগ তিনি শেষ দিকে তৃণমূলকে অবৈধ ভোট দিতে বাধা দিয়েছেন রাস্তায় যখন শংকর বাবুকে মারা হয় তখন তার সাথে তার আশি বছরের দাদাও ছিলেন।
ছবি TIME ON
ভোটের শেষে ব্যারাকপুরে সিপিআইএমের পোলিং এজেন্ট আক্রান্ত
২১ মে ২০২৪
গতকাল নির্বাচনের শেষে বাড়ি ফেরার পথে ব্যারাকপুরে সিপিআইএম দলের কলিং এজেন্ট যিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড অঞ্চলে থাকে শংকর মন্ডল দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন। শংকর মন্ডলের মাথা ফাটে। তাকে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিপিআইএমের অভিযোগ শংকর বাবু একজন বয়স্ক মানুষ তার ৬৪ বছর বয়স। এই মারার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
শংকর বাবুর উপর রাগ তিনি শেষ দিকে তৃণমূলকে অবৈধ ভোট দিতে বাধা দিয়েছেন রাস্তায় যখন শংকর বাবুকে মারা হয় তখন তার সাথে তার আশি বছরের দাদাও ছিলেন।
শংকর বাবুকে দেখতে যান ব্যারাকপুরে প্রার্থী দেবদূত ঘোষ ও প্রাক্তন সাংসদ তড়িৎ বরন তোপদার । সাংবাদিকদের দেবদূত বলেন নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার পর নির্বাচনের শেষে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক গণতন্ত্রের পক্ষে যা অত্যন্ত ক্ষতিকর।
We hate spam as much as you do