স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা-গুলি চলার ঘটনায় একজন আহত হয়েছেন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি। এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিংয়ের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলছেন। তাঁর কথায়, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাঁকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তাঁরা পরিস্থিতি সামাল দেন।
দুষ্কৃতীরাজ ভাটপাড়ায়, অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি-বোমাবাজির অভিযোগ
27th March 2025
ভাটপাড়া আছে ভাটপাড়াতেই । ফের অশান্তি ছড়িয়েছে জগদ্দল ভাটপাড়ায় । গুলি চলার অভিযোগে উত্তপ্ত হয় পরিস্থিতি। শুধু তাই নয়, বোমা ছোড়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড অঞ্চলে প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং-এর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা-গুলি চলার ঘটনায় একজন আহত হয়েছেন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি। এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিংয়ের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলছেন। তাঁর কথায়, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাঁকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তাঁরা পরিস্থিতি সামাল দেন।
এদিকে অর্জুন সিংয়ের পাল্টা দাবি, পুলিশের সামনেই দুষ্কৃতীরা ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালিয়েছে। তাঁর বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে বলে দাবি করেছেন তিনি। কারা কারা এই ঘটনায় জড়িত সে ব্যাপারে খতিয়ে দেখতেও বলেছেন পুলিশকে। যদিও অর্জুন মনে করেন, কাউকেই গ্রেফতার করা হবে না, কারণ পুলিশ এইসব ব্যাপারে নিষ্ক্রিয়।
যিনি আহত হয়েছে তাঁর নাম সাদ্দাম বলে জানা গেছে। সূত্রের খবর, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা দেবীর ছেলে নমিত সিংয়ের ঘনিষ্ঠ এই আহত ব্যক্তি। তাঁর পায়ে গুলি লেগেছে। রাতের ঘটনা হলেও সকালে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
We hate spam as much as you do