এই কনভেনশনে অনুষ্ঠিত হয় মূলত পাঁচটি দাবির ভিত্তিতে প্রথম দাবী দৈনিক প্রত্যেকটি শ্রমিককে ১০০০ টাকা করে দিতে হবে। দ্বিতীয় দাবী ডি এ প্রতিমাসে ২ টাকা ৫০ দিতে হবে তৃতীয় দাবি গ্রেট স্কেল চালু করতে হবে চতুর্থ দাবী কুড়ি শতাংশ হারে ঘর ভাড়া দিতে হবে পঞ্চম দাবি ৯০% পার্মানেন্ট স্টাফ রাখতে হবে এবং ২০% স্পেশাল বদলি রাখতে হবে
কামারহাটিতে উত্তর ২৪ পরগনা চটকল শ্রমিক যৌথ কনভেনসনে দৈনিক ১০০০ মজুরির দাবী
চটকল শ্রমিকদের ২১ টা ইউনিয়ন যৌথভাবে আজ কামারহাটি চটকল অঞ্চলে উত্তর ২৪ পরগনা দ্বিতীয় গণ কনভেনশন আয়োজন করা হয়।
এই কনভেনশনে অনুষ্ঠিত হয় মূলত পাঁচটি দাবির ভিত্তিতে প্রথম দাবী দৈনিক প্রত্যেকটি শ্রমিককে ১০০০ টাকা করে দিতে হবে। দ্বিতীয় দাবী ডি এ প্রতিমাসে ২ টাকা ৫০ দিতে হবে তৃতীয় দাবি গ্রেট স্কেল চালু করতে হবে চতুর্থ দাবী কুড়ি শতাংশ হারে ঘর ভাড়া দিতে হবে পঞ্চম দাবি ৯০% পার্মানেন্ট স্টাফ রাখতে হবে এবং ২০% স্পেশাল বদলি রাখতে হবে এই দাবীতেই আজকে জুট মিল শ্রমিকদের কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনের সভাপতি মন্ডলী গঠন হয়, ছটা সংগঠনের প্রতিনিধি কে নিয়ে আকাশ আলী চন্দ্রশেখর চৌধুরী ভগবান গুপ্তা সঞ্জয় রাই সুধাংশু মন্ডল ও মানাহার খান। এই কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সিআই টি ইউ রাজ্য সম্পাদক এবং প্রাক্তন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রম মন্ত্রী অনাদি সাহু, বি সি এম ইউর পক্ষে রাজ্য সভাপতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার এবং বিভিন্ন চটকল সংগঠনের নেতৃত্ব। সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্যা গার্গী চ্যাটার্জি এই কনভেনশনে প্রস্তাব উত্থাপন করেন। কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মন্ডলী সদস্য মানস মুখার্জি উপস্থিত ছিলেন।
We hate spam as much as you do