Tranding

11:20 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / শ্যামনগরের কাউগাছিতে ৬টি তাজা বোমা উদ্ধার। চাঞ্চল্য এলাকায়

শ্যামনগরের কাউগাছিতে ৬টি তাজা বোমা উদ্ধার। চাঞ্চল্য এলাকায়

প্রসঙ্গত বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট । গতবারে পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। পঞ্চায়েত ভোটের (panchayet election) মুখে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি বোমা উদ্ধার হয় কুলপিতে। ২৪ টি বোমা উদ্ধার করে পুলিশ।

শ্যামনগরের কাউগাছিতে ৬টি তাজা বোমা উদ্ধার। চাঞ্চল্য এলাকায়

শ্যামনগরের কাউগাছিতে ৬টি তাজা বোমা উদ্ধার। চাঞ্চল্য এলাকায়

 Nov 27, 2022


পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার ৬ টি তাজা বোমা । উঃ ২৪ পরগনার শ্যামনগর  কাউগাছি এলাকার ব্রাহ্মনপাড়ার ঘটনা। তদন্তে বাসুদেবপুর থানার পুলিশ।

শ্যামনগরে বোমা আতঙ্ক। স্থানীয়দের দাবি, ভাঙা বাড়ির  ভেতরে পাওয়া গেছে বোমাগুলি। জানা গেছে এদিন সকালে ভাঙা ঘরের একপাশে বোমাগুলি দেখতে পায় বেশ কিছু শিশু। সন্দেহ হতেই তারা পাড়ার লোকজনদের জানায়। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে বোমার আতঙ্ক। বাড়ির মালিক জানান তিনি সকালে কাজে বেড়িয়ে যান। রাতে বাড়ি ফেরেন। এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের সহকর্মী তিনি। তাঁর স্ত্রীও কর্মসূত্রে সারাদিন বাড়ির বাইরে থাকেন। বাড়ির চারপাশ খোলা অবস্থায় পড়ে থাকে। কে বা কারা বোমাগুলি রেখে গেছেন তা তাঁরা জানেন না।


এই ঘটনাকে নিছক একটি দুর্ঘটনা বলে অভিহিত করেন কাউগাছি ১ গ্রাম পঞ্চায়েত (kaugachi gram panchayet) সদস্য । তিনি বলেন কাউগাছি শান্তিপূর্ণ এলাকা। প্রসঙ্গত বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট  । গতবারে পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। পঞ্চায়েত ভোটের (panchayet election) মুখে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি বোমা উদ্ধার হয় কুলপিতে। ২৪ টি বোমা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলি বম্ব স্কোয়ার্ড এসে উদ্ধার করে।

Your Opinion

We hate spam as much as you do