Tranding

03:51 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / সবার দেশ, আমার দেশ' স্লোগান সামনে রেখে বারাকপুর শিশু বিজ্ঞান উৎসব

সবার দেশ, আমার দেশ' স্লোগান সামনে রেখে বারাকপুর শিশু বিজ্ঞান উৎসব

দু'দিন ব্যাপী এই শিশু বিজ্ঞান উৎসবে মূলতঃ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এলাকার ছ'টি স্কুলের ছাত্র ছাত্রীরা হাতে কলমে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বিজ্ঞানের নানা সূত্র ও তত্বগুলি হৃদয়ঙ্গম করে। দেশ, জীব বৈচিত্র, ভৌত বিজ্ঞান ও অঙ্ক বিষয়ে মোট চারটি কর্নারে (ঘর) মোট ৭৫ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এই কর্নারগুলি পরিচালনা করেন যে সব সম্পন্ন ব্যক্তিরা, কঠোর পরিশ্রম ও যত্নে তাদেরকে তৈরি করেছেন সংগঠনের জেলা নেতৃত্ব মিলন গাইন ও শিশু বিজ্ঞান উপসমিতির আহ্বায়ক সমরনাথ চ্যাটার্জী - যে দু'জন আগাগোড়া এই উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে মঙ্গল পান্ডে কেন্দ্রের কর্মীদের যথাযথ পরামর্শ দিয়ে সমৃদ্ধ করেছেন।

সবার দেশ, আমার দেশ' স্লোগান সামনে রেখে বারাকপুর শিশু বিজ্ঞান উৎসব

'সবার দেশ, আমার দেশ' স্লোগান সামনে রেখে বারাকপুর শিশু বিজ্ঞান উৎসব

2 feb 2023

আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর অঞ্চলে মঙ্গল পান্ডে বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মন্মথনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সূচনা হল দু-দিন ব্যাপী শিশু বিজ্ঞান উৎসবের। উৎসবের সূচনা করেন বিশিষ্ট অধ্যাপক ও বিজ্ঞান লেখক ড. ভবানীশঙ্কর জোয়ারদার। 

'সবার দেশ, আমার দেশ' স্লোগানকে সামনে রেখে এই উপলক্ষ্যে প্রায় দুই শতাধিক মানুষের এক বর্ণাঢ্য পদযাত্রা এলাকা পরিক্রমা করে। মঙ্গল পান্ডে কেন্দ্রের কার্যকরী সভাপতি অঞ্জন মজুমদার ও সম্পাদক অনিন্দিতা ভৌমিক সহ এলাকার নেতৃত্ব, জনবিজ্ঞান আন্দোলনের কর্মীবৃন্দ, উৎসবে অংশগ্রহণকারী ছাত্র ও অভিভাবকদের সঙ্গে এই অভিনব পদযাত্রায় পা মেলান সংগঠনের অন্যতম রাজ্য সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী। 

দু'দিন ব্যাপী এই শিশু বিজ্ঞান উৎসবে মূলতঃ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এলাকার ছ'টি স্কুলের ছাত্র ছাত্রীরা হাতে কলমে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বিজ্ঞানের নানা সূত্র ও তত্বগুলি হৃদয়ঙ্গম করে। দেশ, জীব বৈচিত্র, ভৌত বিজ্ঞান ও অঙ্ক বিষয়ে মোট চারটি কর্নারে (ঘর) মোট ৭৫ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এই কর্নারগুলি পরিচালনা করেন যে সব সম্পন্ন ব্যক্তিরা, কঠোর পরিশ্রম ও যত্নে তাদেরকে তৈরি করেছেন সংগঠনের জেলা নেতৃত্ব মিলন গাইন ও শিশু বিজ্ঞান উপসমিতির আহ্বায়ক সমরনাথ চ্যাটার্জী - যে দু'জন আগাগোড়া এই উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে মঙ্গল পান্ডে কেন্দ্রের কর্মীদের যথাযথ পরামর্শ দিয়ে সমৃদ্ধ করেছেন। 

এই উৎসবে এছাড়াও ছিল বিজ্ঞান মডেল প্রদর্শনী ও অভিনব আনন্দঘর, যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে বিজ্ঞানের পাঠ দেন সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলার সম্পাদক দেবাশিস রায়। আগামিকালও চলবে এই উৎসব। আগামিকাল রাতে শিবিরে অংশগ্রহনকারী শিশু কিশোররা টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষন করবে। 

আজ উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন রাজ্য নেতৃত্ব সৌরভ চক্রবর্তী জেলা সভাপতি বাসব বসাক, জেলা সম্পাদক দেবাশিস রায়, জেলা ও রাজ্য গুরুত্বপূর্ণ সংগঠক মিলন গাইন, জেলা নেতা সমরনাথ চ্যাটার্জী, গণজিৎ দে, মন্মথনাথ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী তড়িৎ বরণ তোপদার প্রমুখ।

অল্প সময়ের মধ্যে যে অসাধারণ দক্ষতা ও নিপুণতায় এই উৎসবের সুচারু আয়োজন করেছেন মঙ্গল পান্ডে কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা তা এক কথায় অনন্য।

Your Opinion

We hate spam as much as you do