Tranding

08:29 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ৫ ই এপ্রিল শ্রমিক কৃষকের সংসদ অভিযানের সমর্থনে মহামিছিলে বিটি রোড উত্তাল

৫ ই এপ্রিল শ্রমিক কৃষকের সংসদ অভিযানের সমর্থনে মহামিছিলে বিটি রোড উত্তাল

টিটাগড় এম্পায়ার জুট মিল গেট থেকে বিটি রোড ধরে খড়দহ ইলেকট্রোস্টীল কাষ্টিং পর্যন্ত এক মহামিছিলের ডাক দেওয়া হয়। মিছিলে বহু শ্রমজীবী মানুষ অংশ নেন। রামনবমীর নানা ঘটনাবলীর দুদিন পরে বামেদের লালঝান্ডার এই মহামিছিল এক আলাদা গুরুত্ব ছিল বলে ওয়াকিবহাল মহলের ধারনা।

৫ ই এপ্রিল শ্রমিক কৃষকের সংসদ অভিযানের সমর্থনে মহামিছিলে বিটি রোড উত্তাল

৫ ই এপ্রিল শ্রমিক কৃষকের সংসদ অভিযানের সমর্থনে মহামিছিলে বিটি রোড উত্তাল 

১ এপ্রিল ২০২৩

 ৫ ই এপ্রিল ২০২৩ সংসদ অভিযানের ডাক দিয়েছে সংযুক্ত মোর্চা। এর সমর্থনে সিটু উত্তর ২৪ পরগনা জেলার উদ‍্যোগে টিটাগড় এম্পায়ার জুট মিল গেট থেকে বিটি রোড ধরে খড়দহ ইলেকট্রোস্টীল কাষ্টিং পর্যন্ত এক মহামিছিলের ডাক দেওয়া হয়। মিছিলে বহু শ্রমজীবী মানুষ অংশ নেন। রামনবমীর নানা ঘটনাবলীর দুদিন পরে বামেদের লালঝান্ডার এই মহামিছিল এক আলাদা গুরুত্ব ছিল বলে ওয়াকিবহাল মহলের ধারনা।
এমনিকে বারাকপুর শিল্পাঞ্চলে শিল্পগুলি যথেষ্ট সমস‍্যার মধ‍্যে আছে। বেশ কিছু চটকলে উৎপাদন সমস‍্যা শ্রমিক ছাঁটাই চলছে। সিটুর কেন্দ্রীয় দাবী ন‍্যুনতম বেতন ২৬০০০ টাকা, শ্রম কোড বিল বাতিল সহ  বিভিন্ন দাবীতে ৫ই এপ্রিল সংসদ অভিযান হবে। 

এছাড়া ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে কুখ্যাত তিনটে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মোদি সরকার। কিন্তু ফসলের সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য লিখিত প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রতিশ্রুতি পালন করেনি মোদি সরকার।


কৃষিতে উদারনীতির কারণে কেন্দ্রীয় সরকার তার সদর্থক ভূমিকা কৃষকের স্বার্থে পালন করতে ব্যর্থ হয়েছে।সারের  রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বন্ধ করে দিয়ে বিদেশ থেকে সার আমদানি করা হচ্ছে। কৃষিতে সমস্ত রকম ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে ।বিনিয়ন্ত্রণের মাধ্যমে রাসায়নিক সারের অস্বাভাবিক দাম ইতিমধ্যেই বেড়ে চলেছে। একই সঙ্গে কৃষক যে ফসল ফলায় সে তার ফসলের দাম ঠিক করতে পারে না।ফড়েদের উপর ,বাজারের উপর নির্ভর করতে হয়।যার জন্য কৃষক চাষ করে লাভের টাকা পায় না।চাষে লোকসান হতে হতে কৃষক আজ সর্বসান্ত হয়ে যাচ্ছে। ফলে কৃষকদের মধ্যে আত্মহত্যার সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।অথচ কৃষক যখন চাষ করতে যায় ,সেই সময় তার যা প্রয়োজন (শিল্পজাত দ্রব্য)সেগুলি চড়া দামে বাজার থেকে কিনতে হয়।কৃষক দুবার ঠকে চাষে আর মনোযোগ থাকে না। ফলে   উৎপাদনেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ২০১২-১৩ আর্থিক বছরে ভারত সরকারের আর্থিক সমীক্ষার রিপোর্ট বলছে সমগ্র দেশে খাদ্যশস্যের উৎপাদন গত বছরের  ২৬ কোটি টন থেকে হ্রাস পেয়েছে ২৫ কোটি টনে। অর্থাৎ বৃদ্ধির হার হয়েছে ঋণাত্মক। ফলে গ্রামে বেড়েছে বেকারত্ব (আর্থিক সমীক্ষা,ভারত সরকার ২০১২—১৩)। মিছিলে যোগ দেন সিটু নেত্রী গার্গী চ‍্যাটার্জী সিপিআইএম নেতা ঝন্টু মজুমদার সহ অন‍্যান‍্য নেতৃত্ব।

 

Your Opinion

We hate spam as much as you do