Tranding

06:21 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / তৃণমূলের দুর্নীতি বিরোধী স্বাক্ষর অভিযানে আক্রান্ত সিপিআইএম বারাকপুরে

তৃণমূলের দুর্নীতি বিরোধী স্বাক্ষর অভিযানে আক্রান্ত সিপিআইএম বারাকপুরে

তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। কেন বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের চোর বলা হচ্ছে, এই অভিযোগ তুলে ব্যাপক মারধর করা হয়। কিল, চড়, ঘুসি বাদ যায়নি কিছুই। লাঠিপেটাও করা হয় বলে অভিযোগ। সিপিআইএমের ৬-৭ জন আহত হন।

তৃণমূলের দুর্নীতি বিরোধী স্বাক্ষর অভিযানে আক্রান্ত সিপিআইএম বারাকপুরে

তৃণমূলের দুর্নীতি বিরোধী স্বাক্ষর অভিযানে আক্রান্ত সিপিআইএম বারাকপুরে


30 May 2023, 

দুর্নীতির বিরুদ্ধে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমে রবিবার ব্যারাকপুরে আক্রান্ত সিপিআইএম। হামলায় সিপিআইএমের ৬-৭ জন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। অভিযোগ, তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, কে বা কারা হামলা করেছে জানা নেই। তবে দলের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


রাজ্য জুড়ে ১ কোটি সই সংগ্রহ, দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর সুপ্রিম কোর্টে পাঠাবে সিপিআইএম

শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে আসছে রাজ্যের বিরোধী দলগুলি। দুর্নীতির তদন্তে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে শাসকদলের কয়েকজন নেতা-মন্ত্রী গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু তাতেই না থেমে সিপিআইএম দাবি তুলেছে দুর্নীতিতে যারা প্রকৃত মাথা তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।


দুর্নীতিতে জড়িতদের গ্রেপ্তার, বঞ্চিতরা যাতে ন্যয়বিচার পান এবং এই সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে রাজ্যের এক কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে, তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর কর্মসূচি নিয়েছে সিপিআইএম। রাজ্যজুড়ে চলছে সেই কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে রবিবার ব্যারাকপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রায়বাগান এলাকায় লোকের বাড়ি বাড়ি গিয়ে স্বাক্ষর সংগ্রহ করছিলেন সিপিএমের নেতা-কর্মীরা।

অভিযোগ, তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। কেন বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের চোর বলা হচ্ছে, এই অভিযোগ তুলে ব্যাপক মারধর করা হয়। কিল, চড়, ঘুসি বাদ যায়নি কিছুই। লাঠিপেটাও করা হয় বলে অভিযোগ। সিপিআইএমের ৬-৭ জন আহত হন। তাঁদের মধ্যে স্থানীয় শাখা সম্পাদক অমিত মিত্র, সুব্রত ঘোষ এবং অমিতাভ মজুমদারের চোট গুরুতর। খবর পেয়ে সিপিএমের লোকজন রায়বাগানে চলে আসেন। আহতদের উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


খবর পেয়ে বিএন বসু হাসপাতালে আহতদের দেখতে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার, সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। গার্গী বলেন, 'শনিবারই মুখ্যমন্ত্রী কোনও একটি সভা থেকে উস্কানি দিয়েছেন। তাঁর উস্কানিতেই আমাদের কর্মীরা মার খেলেন। তৃণমূল যেন ভুলে না যায়, এটা ২০১১ নয় ২০২৩ সাল। মার দিলে পাল্টা খাওয়ার জন্য প্রস্তুত থাকে যেন।' সিপিআইএমের এলাকার নেতা অভ্র দের নেতৃত্বে প্রতিবাদ মিছিল থানা অবধি যায়।

যদিও ব্যারাকপুরের তৃণমূলের পুরপ্রধান উত্তম দাস বলেন, 'কে বা কারা মারধর করেছে জানি না। তবে শুনেছি সিপিআইএমের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলকে চোর বলছিল। সেটা হয়তো দলকে ভালোবাসে এমন কারও খারাপ লেগেছিল। প্রতিবাদ করায় ধাক্কাধাক্কি হয়েছে।'  টিটাগড় থানায় একটি অভিযোগ দায়ের করেছে সিপিআইএম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Your Opinion

We hate spam as much as you do