উত্তর ২৪পরগনার প্রত্যন্ত অঞ্চল তফশিলি জাতি সংরক্ষিত মিনাখাঁ বিধানসভা । কৃষিপ্রধান এই অঞ্চলে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিএমের তরুন দলের অন্যতম সদস্য যুবনেতা প্রদ্যোৎ রায় প্রার্থী।
মিনাখাঁর অবরুদ্ধ এলাকায় প্রদ্যোতের মিছিল ঢুকেছে বছর দশেক পর।
উত্তর ২৪পরগনার প্রত্যন্ত অঞ্চল তফশিলি জাতি সংরক্ষিত মিনাখাঁ বিধানসভা । কৃষিপ্রধান এই অঞ্চলে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিএমের তরুন দলের অন্যতম সদস্য যুবনেতা প্রদ্যোৎ রায় প্রার্থী। মিনাখাঁর বহু এলাকায় ২০১১ সাল থেকে বামপন্থীদের শাসকদলের পক্ষ থেকে তীব্র রাজনৈতিক অবরোধের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ। এই দীর্ঘ সময়কালে মিনাখাঁর বহু অঞ্চলে বামপন্থীদের কার্যকলাপ বন্ধ ছিল। প্রদ্যোতের পক্ষ থেকে জানা গেছে এইরকম একটি অবরুদ্ধ অঞ্চল কুমারডোলে সংযুক্ত মোর্চার মিছিল গেলে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখা যায়। তারা সবাই ঘর থেকে বেরিয়ে প্রদ্যোৎকে শুভেচ্ছা জানান। এইরকম আরও তথাকথিত সন্ত্রাসকবলিত তেতুলবেড়িয়ায় তৃণমূলের দুষ্কৃতীরা বন্দুক বোমা নিয়ে মিছিল আক্রমণ করে। পরে সেই মিছিল যায় । ধোতুরদহে দুশো লোক নিয়ে প্রদ্যোৎ মিছিল শুরু করলে সেখানে সাধারণ মানুষ যুক্ত হয়ে তা প্রায় ছশো হয়ে যায়।
বাকি সমস্ত বিধানসভা অঞ্চলে মানুষের মধ্যে উৎসাহ লক্ষ করা যাচ্ছে বলে মনে হয়।
এখানে তৃণমূল প্রার্থী বিধায়ক উষারানী মন্ডল। কিন্তু তাদের দলের মধ্যে তীব্র গোষ্ঠী কোন্দল । গত সোমবার এখানে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। এর কারন গোষ্ঠীকোন্দল ।
এখানে আইএসএফ বেশ সক্রিয় । বিশেষ করে দুটি অঞ্চলে । গতকাল এখানে একজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অর্থের ভাগাভাগির কারনে গোষ্ঠী কোন্দল বলে জানা যায়।
এই কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত মন্ডল। এখানেও অনেকের মধ্যে গোষ্ঠীদ্বন্দের খবর পাওয়া যায়।
গত করোনা মহামারী সময়কালে নবীন প্রার্থী প্রদ্যোতের নেতৃত্বে গরীব রোজগারহীন মানুষের পাশে দাঁড়ানোর সুফল পাচ্ছেন বামপন্থী কর্মী সমর্থকরা।
সব প্রার্থী প্রচার চালাচ্ছেন। তবে প্রদ্যোতের প্রতি বাড়তি উৎসাহ গ্রামবাসীদের। প্রতিটি বুথে এ বছর কর্মী পাওয়া যাবে বলে মনে করেন সিপিএম নেতৃত্ব ।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কড়া নিরপেক্ষ ভুমিকা । যাতে সব মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ফলাফলের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ২রা মে পর্যন্ত ।
We hate spam as much as you do