Tranding

01:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / গুন্ডারাজ চলবে না,বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর’, মানস মুখার্জীর জোর ভাষন

গুন্ডারাজ চলবে না,বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর’, মানস মুখার্জীর জোর ভাষন

মানস মুখোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বলেন, ‘যদি তা মেনে না নেওয়া হয়, তাহলে রাস্তায় নেমে তার মোকাবিলা হবে। যদি সেই মোকাবিলা সাগরদিঘির পথে যায়, বা তার থেকেও খারাপ পথে যায়, সেই পথে যেতে আমরা বাধ্য হব। আমাদের সেই বাধ্য করবেন না। আমরা মোকাবিলা করতে জানি। শুধু পুলিশ নিরপেক্ষ থাকুক, তারপর বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর।‘

গুন্ডারাজ চলবে না,বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর’, মানস মুখার্জীর জোর ভাষন

'গুন্ডারাজ চলবে না,বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর’, মানস মুখার্জীর জোর ভাষন

Apr 11, 2023 

 
 সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । ভোটমুখী বাংলায় ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। উড়ে আসছে ঝাঁঝালো আক্রমণ। প্রতি আক্রমণের সুরও চড়ছে। ভোটেগরম বাংলায় এখন তপ্ত রাজনীতির বাতাবরণ। এমনই এক পরিস্থিতিতে এবার শাসকের উদ্দেশে হুঁশিয়ারির সুর কামারহাটির প্রাক্তন  বিধায়ক তথা সিপিআইএম নেতা মানস মুখোপাধ্যায়ের মুখে। সোমবার বেলঘড়িয়া থানার সামনে এক দলীয় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম নেতৃত্ব। সেখান থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে দেখা গেল কামারহাটির প্রাক্তন বিধায়ককে। প্রাক্তন বাম বিধায়ক বললেন, ‘গুন্ডারাজ এখানে চলবে না। রাজ চলবে পুলিশের এবং পুলিশকে সাধারণ সাহায্য করবে সাধারণ মানুষ।’


এরপরই মানস মুখোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বলেন, ‘যদি তা মেনে না নেওয়া হয়, তাহলে রাস্তায় নেমে তার মোকাবিলা হবে। যদি সেই মোকাবিলা সাগরদিঘির পথে যায়, বা তার থেকেও খারাপ পথে যায়, সেই পথে যেতে আমরা বাধ্য হব। আমাদের সেই বাধ্য করবেন না। আমরা মোকাবিলা করতে জানি। শুধু পুলিশ নিরপেক্ষ থাকুক, তারপর বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর।‘ প্রাক্তন বিধায়ক বললেন, ‘আমরা এখনও সেই রাস্তায় নামিনি। কিন্তু যদি নামতে হয়, তখন বিধায়ক, চেয়ারম্যান, পুলিশ কিংবা মস্তানরা বেলঘড়িয়ার মানুষকে ঠেকাতে পারবে না।’ উপস্থিত ছিলেন বহু মানুষ। সিপিআইএম নেতা ঝন্টু মজুমদার তার বক্তব্য রাখেন।

পঞ্চায়েত ভোটের ঠিক আগেই কামারহাটি সিপিআইএমের এই বিক্ষোভ জনমানসে সেই দিনের অনিয়মের ঘটনার বিরুদ্ধে প্রভাব ফেলেছে।

Your Opinion

We hate spam as much as you do