Tranding

03:29 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ভাটপাড়ায় মহঃ সেলিমের সভায় বৃষ্টি উপেক্ষা করে জন সমাবেশ

ভাটপাড়ায় মহঃ সেলিমের সভায় বৃষ্টি উপেক্ষা করে জন সমাবেশ

সেলিম বলেন তৃণমূল কংগ্রেস দল দুর্নীতিতে নিমজ্জিত একটা দলে নেতারা বলছে অন্য কেউ চোর হতে পারে আমি চোর নই। সেলিম বলেন এই বিপুল পরিমাণে চুরি তার মাত্র ২৫ শতাংশ ধরা পড়েছে। এখনো ৭৫ শতাংশ বাকি আছে  বলে সেলিম মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক অভিষেক ব্যানার্জিকে চিহ্নিত করেন

ভাটপাড়ায় মহঃ সেলিমের সভায় বৃষ্টি উপেক্ষা করে জন সমাবেশ

ভাটপাড়ায় মহঃ সেলিমের সভায় বৃষ্টি উপেক্ষা করে জন সমাবেশ

২৩শে আগষ্ট ২০২২

আজ ভাটপাড়ায় রিলায়েন্স জুটমিলের বিপরীতে কৌশিক সংঘের মাঠে বৃষ্টি মুখর সন্ধ্যায় সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলার পক্ষ থেকে একটি জনসমাবেশে ভাষণ দিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক মহঃ সেলিম, এছাড়া সিটু রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি, শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি, শ্রী সোমনাথ ভট্টাচার্য এবং চটকল আন্দোলনের রাজ্যের নেতা প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার উদ্ধার ও রঞ্জিত মন্ডল বক্তব্য রাখেন।


মহঃ সেলিম বলেন তৃণমূল কংগ্রেস দল দুর্নীতিতে নিমজ্জিত একটা দলে নেতারা বলছে অন্য কেউ চোর হতে পারে আমি চোর নই। সেলিম বলেন এই বিপুল পরিমাণে চুরি তার মাত্র ২৫ শতাংশ ধরা পড়েছে। এখনো ৭৫ শতাংশ বাকি আছে  বলে সেলিম মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক অভিষেক ব্যানার্জিকে চিহ্নিত করেন। সমস্ত বামপন্থী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে সেলিম বলেন যদি কোন আক্রমণ আসে তাকে রোখবার শক্তি অর্জন করেছে ইতিমধ্যে সংগঠন। এই কথা বলতে গিয়ে সেলিম বলেন বেশিরভাগই বিজেপি দলটা আসলে তৃণমূল দলেরই একটা অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা সেপ্টেম্বর থেকে পুজো চালু করার কথা বলে তাকে কটাক্ষ করে সেলিম বলেন মুখ্যমন্ত্রী জনগণের দৃষ্টি  বদলাতে চাইছেন তিনি কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীর ভাষণকে সেখানে মুখ্যমন্ত্রী জনগণকে চুরির টাকার দিকে
 না তাকিয়ে মা দুর্গার মুখের দিকে তাকাতে পারেন। এবং নিজের দিকেও তাকাতে বলবেন। মূখ‍্যমন্ত্রীর এই বক্তব্যে ঝড় উঠে। সেলিম অভিযোগ করেন এরপরে জনসমাবেশ গণ-বিক্ষোভে পরিণত হবে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেও শ্রমিক শ্রেণীর বিশেষ করে চট শ্রমিকদের দূর্দশার কথা উল্লেখ করেন। সমাবেশ থেকে অনুব্রত মন্ডলের বিচারের বিচারককে হূমকি চিঠির অভিযোগের তীব্র নিন্দা করা হয়। 
সমাবেশে বিসিএমইউ রাজ‍্য সভাপতি প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদার বলেন চটশিল্পের মালিকরা কিভাবে শোষন চালাচ্ছে। ইতিমধ্যে চটশিল্পের অবস্থা সম্পর্কে সরকারেরর পক্ষ থেকে একটি মূল‍্যায়ন সংস্থার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। যা বিশ্বাসযোগ্য নয়। কারণ তা মালিকের দালালি করছে। 
সমাবেশে সিট‍্যু নেত্রী গার্গী চ‍্যাটার্জী বক্তব্যে বারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ কারখানা খোলা বা পুনরুজ্জীবনের দাবী করেন। কারখানার জমি প্রোমোটিঙের বিরুদ্ধে সোচ্চার হন।
সমাবেশে সভাপতিত্ব করেন নেপালদেব ভট্টাচার্য্য।

Your Opinion

We hate spam as much as you do