Tranding

01:44 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ভাটপাড়ায় রাতে উচ্ছেদ অভিযান ভাঙা হল ২০০ ‘বেআইনি’ দোকান,

ভাটপাড়ায় রাতে উচ্ছেদ অভিযান ভাঙা হল ২০০ ‘বেআইনি’ দোকান,

পুর কর্তৃপক্ষের যদিও বক্তব্য, ওই দোকানদারেরা স্বেচ্ছায় সরে গিয়েছেন। রাতে কেন উচ্ছেদ অভিযান চালানো হল, এই প্রশ্নের উত্তরে উপপুরপ্রধান জানান, সরু জায়গায় যানজট এড়াতেই এই পদক্ষেপ। পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থার বিষয়টি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন বলে আশ্বাস দেন তিনি।

ভাটপাড়ায় রাতে উচ্ছেদ অভিযান ভাঙা হল ২০০ ‘বেআইনি’ দোকান,

ভাটপাড়ায় রাতে উচ্ছেদ অভিযান ভাঙা হল ২০০ ‘বেআইনি’ দোকান, 
 

০৫ অগস্ট ২০২৪ 

মধ্যরাতে ভাটপাড়ায় বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান চালালেন স্থানীয় পুর কর্তৃপক্ষ। রবিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ২০০টি অস্থায়ী দোকানঘর বুলডোজ়ার দিয়ে ভাঙা হয়। অভিযান চলার সময় উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ। 


কেন ওই অস্থায়ী দোকানদারদের পুনর্বাসন দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। অস্থায়ী দোকানগুলির পাশে তৃণমূলের দলীয় অফিস থাকলেও, তা কেন ভাঙা হল না, তা নিয়েও প্রশ্ন তোলেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিং। 

পুর কর্তৃপক্ষের যদিও বক্তব্য, ওই দোকানদারেরা স্বেচ্ছায় সরে গিয়েছেন। রাতে কেন উচ্ছেদ অভিযান চালানো হল, এই প্রশ্নের উত্তরে উপপুরপ্রধান জানান, সরু জায়গায় যানজট এড়াতেই এই পদক্ষেপ। পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থার বিষয়টি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন বলে আশ্বাস দেন তিনি। উপপুরপ্রধানের কথায়, “এই দোকানদারেরা নিজেরাই দোকানের ২৫ শতাংশ ভেঙে ফেলেছিলেন। বাকি অংশ ভাঙতে আমরা প্রযুক্তিগত সাহায্য করলাম মাত্র।” একই সঙ্গে তাঁর সংযোজন, “গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন। তিনি নিশ্চয়ই বিকল্প একটি ব্যবস্থা করবেন।”

Your Opinion

We hate spam as much as you do