Tranding

11:24 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / পানিহাটিতে জয়ের সম্ভাবনায়_তাপস_বনাম বিধায়ক নির্মল ,সন্ময় বিজেপির প্রার্থী ।

পানিহাটিতে জয়ের সম্ভাবনায়_তাপস_বনাম বিধায়ক নির্মল ,সন্ময় বিজেপির প্রার্থী ।

পানিহাটির  বিধায়ক নির্মল ঘোষ তৃণমূলের প্রার্থী । নির্মলবাবু কাজের তালিকা প্রকাশিত হলেও শিল্পপ্রধান এই এলাকায় বারবার আসছে বন্ধ কারখানা পুনরুৎপাদন চালু না হওয়া  আর নতুন শিল্প না আসার সমস্যার কথা। কর্মসংস্থানের প্রশ্ন জলন্ত

পানিহাটিতে জয়ের সম্ভাবনায়_তাপস_বনাম বিধায়ক নির্মল ,সন্ময় বিজেপির প্রার্থী ।

পানিহাটিতে জয়ের সম্ভাবনায়_তাপস_বনাম বিধায়ক নির্মল ,সন্ময় বিজেপির প্রার্থী ।

পানিহাটি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জেলা কংগ্রেসের নেতা তাপস মজুমদার ।
তাপসবাবু কংগ্রেসের প্রভাবশালী নেতা। এই সময়কালে বিধানসভায় জিততে গেলে যে পরিকাঠামো ও যোগ্যতা লাগে তা তাপসবাবুর আছে বলে জানা গেছে। সেই সঙ্গে আছে বামপন্থীদের বিশাল ভোট ব্যাঙ্ক। 
তাপসবাবু জেতার যায়গায় আছেন বলে ওয়াকিবহাল মহলের ধারনা। তিনি ঘুরছেন অলিগলি। জনগন ঘর থেকে বেরিয়ে আসছেন।
লোকসভা ভোটের আবহ আর নেই। আর পানিহাটির  বিধায়ক নির্মল ঘোষ তৃণমূলের প্রার্থী । নির্মলবাবু কাজের তালিকা প্রকাশিত হলেও শিল্পপ্রধান এই এলাকায় বারবার আসছে বন্ধ কারখানা পুনরুৎপাদন চালু না হওয়া  আর নতুন শিল্প না আসার সমস্যার কথা। কর্মসংস্থানের প্রশ্ন জলন্ত। নির্মলবাবুর লোকেদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনছেন বামপন্থী সমর্থকরা।
এছাড়া পানিহাটির বৃহৎ সমস্যা দীর্ঘ সময় পৌরভোট না হওয়া । গত ২০১৩ সালের পর থেকে পৌরভোট বন্ধ আছে। পানিহাটির সবচেয়ে বড় সমস্যা দূর্বলতম জল নিকাশি ব্যবস্থা। বিপুল আবর্জনার স্তুপ জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে । ২৩নং ওয়ার্ডে ভাগাড়ের আবর্জনা রিসাইকল করার পরিকল্পনা ছিল বামফ্রন্টের । তা কোথাও কার্যকর হয়নি। রাস্তা দিয়ে চলতে চলতে দেখা মিলবে এই বিপুল আবর্জনার।
বাম আমলে ২৪ঘন্টা পানীয় জলের ব্যবস্থা শুরু হয়েছিল । সেটা বন্ধ । কোনো উদ্যোগ নেই বলে এলাকার মানুষের বক্তব্য । 

গত ২০১৬ সালে পানিহাটিতে জোটের হয়ে কংগ্রেস প্রার্থী ছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্ময় অল্প কিছু ভোটে পানিহাটির বহু পরিচিত তৃণমূলের নির্মল ঘোষের কাছে খুবই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। সমস্ত বামপন্থী কর্মী সমর্থকরা সংগঠিত ও দৃঢ় ভাবেই সন্ময়কে সমর্থন করেছিলেন। সন্ময় গোটা পাঁচ বছর জাতীয় কংগ্রেসের পতাকার নিচে দাঁড়িয়ে বামপন্থী কর্মী সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে সোচ্চার ছিলেন। সন্ময় বহু ভারী কথা ইনটেলেকচুয়ার প্রোলেফ্ট ভাবমূর্তি নিয়ে স্যোসাল মিডিয়া থেকে টেলিভিশনের পর্দায় ছিলেন। কেউ স্বপ্নেও ভাবতে পারেননি সন্ময় বিজেপিতে যোগ দেবেন। একেবারে শেষে মাত্র কদিন আগে তিনি বিজেপিতে যোগ দেন। 
এলাকার মানুষের বক্তব্য যখন কোভিড সময়ে বিরাট ত্রাণের বোঝা নিয়ে বামপন্থীরা যখন দরিদ্র অসহায় কাজ হারানো মানুষ , পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে দিনের পর দিন , সন্ময় তখন ব্যাস্ত ছিলেন ইউ টিউবে ভিউয়ার বাড়াতে। তাই কংগ্রেসে থাকাকালীন অবস্থায় তার ওপর ক্ষোভ বাড়ছিল। এদিকে এতদিন বিজেপির বিরোধিতা করে হঠাত্ করে একেবারে প্রার্থী হওয়ায় বহু পুরোনো বিজেপি কর্মীরা ক্ষুব্ধ ।
তাই রাজনৈতিক মহলের ধারনা লড়াই মুলত সংযুক্ত মোর্চার তাপস মজুমদার এর সাথে বিধায়ক নির্মল ঘোষের।
সেক্ষেত্রে তাপসবাবুর জয়ের সম্ভাবনা থাকছে। অর্থাত্ প্রতিষ্ঠান বিরোধী ভোটের বেশিরভাগ তাপসবাবু বাক্সে যেতে পারে।  

সূত্র - শুভব্রত

Your Opinion

We hate spam as much as you do