Tranding

11:27 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আবাস-দুর্নীতিতে বারাকপুর ১ব্লক বিডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ

আবাস-দুর্নীতিতে বারাকপুর ১ব্লক বিডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ

এদিন সিপিআইএম- পক্ষ থেকে মিছিল করে দলের নেতা কর্মীরা হাজির হয় ব্লক অফিসে। সেখানে কোনো সাড়া না পেয়ে পানপুর বিডিও অফিসে ঢুকে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মীরা

আবাস-দুর্নীতিতে বারাকপুর ১ব্লক বিডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ

আবাস-দুর্নীতিতে বারাকপুর ১ব্লক বিডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ 
  
Jan 16 , 2023

 এদিন সিপিআইএম-এর বারাকপুর ১নং ব্লকের বিডিও অফিসে মিছিল করে দলের নেতা কর্মীরা হাজির হয় ।

 
আবাস যোজনায় স্বজন পোষণ দুর্নীতি ও দলবাজির অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল সিপিআইএম।  দালান বাড়ির মালিকও কেন আবাসের বাড়ি পেল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতৃত্ব। আবাস যোজনায় তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষন ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়মিত বিক্ষোভ আন্দোলন জারি রেখেছে বিরোধীরা। ব্লকে ব্লকে পঞ্চায়েত অফিসে লাগাতার বিক্ষোভে সরব হচ্ছে। কখনও বাম আবার কখন বিজেপি। আবাস ইস্যু নিয়ে বৃহস্পতিবার বারাকপুর ১ ব্লকে মিছিল করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম।


এদিন সিপিআইএম- পক্ষ থেকে মিছিল করে দলের নেতা কর্মীরা হাজির হয়  ব্লক অফিসে। সেখানে কোনো সাড়া না পেয়ে পানপুর বিডিও অফিসে ঢুকে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মীরা

 বিক্ষোভকারী সিপিআইএম নেতৃত্বের দাবি, আবাস যোজনায় দালান বাড়ি রয়েছে তাঁদের তালিকায় রাখা হয়েছে। প্রকৃত গরিব মানুষেরদের বাদ দিয়ে তৃণমূলের নেতা কর্মীদের নাম তালিকায় রাখা হয়েছে।

আবাস যোজনা বাড়ি নিয়ে দলবাজি করছে তৃণমূল এমন অভিযোগও তোলা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। আবাস যোজনা দোতলা ও একতলা বাড়ির কেউ যদি আবাসের বাড়ি পায় তাহলে আগামীদিনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সিপিএম নেতৃত্ব। 
পুলিশের সাথে নেতৃত্বের তীব্র বচসা হয়। কিন্তু বিডিও আগে থেকে বলা সত্ত্বেও উপস্থিত ছিলেন না। 
 সিপিআইএম নেতা গার্গী চ‍্যাটার্জী বলেন, “আবাস ব্যাপক রকমের দুর্নীতি চলছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে, দালানবাড়ি রয়েছে, তাঁদেরও নাম থাকছে আবাসের খাতায়। অথচ যাঁদের নাম থাকার কথা, তাঁদের নাম নেই। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব।” বক্তব্য রাখেন সিপিআইএম নেতা আহমেদ আলি খান। 
সাধারণ মানুষ ভিড় করেন এই বিক্ষোভে।। 

 

Your Opinion

We hate spam as much as you do