সংহতি জানাতে আজ উপস্থিত হয়েছিলেন বাদশা মৈত্র। আজ ৩৯৩ জন শ্ৰমজীবী মানুষের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়েছে।
বামপন্থীদের শ্রমজীবী ক্যান্টিনে বাদশা মৈত্র
বামপন্থী ছাত্র যুবরা এই মহামারীর সময় রেড ভল্যান্টিয়ার হিসেবে যে কর্তব্য পালন করে চলেছে তা গোটা দেশে প্রশংসিত হয়েছে। সেইসব কাজের পাশাপাশি এবার শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলের শ্রমজীবী ক্যান্টিন ।
সল্টলেক বিগ বাজারের সামনে বিধাননগর অঞ্চলের সিপিআইএম এর পক্ষ থেকে শ্রমজীবী ক্যান্টিনের আয়োজন করা হয়। সদ্য সংঘটিত বিধানসভা নির্বাচনের ফলাফলের তোয়াক্কা না করে বাম বিশেষ করে সিপিএম কর্মীদের এই কাজে
সংহতি জানাতে আজ উপস্থিত হয়েছিলেন বাদশা মৈত্র। আজ ৩৯৩ জন শ্ৰমজীবী মানুষের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে বালীতে বাম প্রার্থী দিপ্সীতা ধরের নেতৃত্বে রেড ভল্যান্টিয়াররা শ্রমজীবী ক্যান্টিন চালাচ্ছেন।
We hate spam as much as you do