Tranding

12:23 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বেপরোয়া মনোভাবে সিপিএম নেত্রী বৃন্দা কারাট সন্দেশখালিতে পৌঁছলেন

বেপরোয়া মনোভাবে সিপিএম নেত্রী বৃন্দা কারাট সন্দেশখালিতে পৌঁছলেন

বৃন্দা বলেন, ‘‘প্রথমে আমাদের আটকানো হয়েছিল। তার পর আমরা প্রশাসনের কাছে জানতে চাই কেন বাধা দেওয়া হচ্ছে। কিন্তু ওরা কোনও সদুত্তর দিতে পারেনি। শেষে অনুমতি দিতে বাধ্য হয়।’’

বেপরোয়া মনোভাবে সিপিএম নেত্রী বৃন্দা কারাট সন্দেশখালিতে পৌঁছলেন

বেপরোয়া মনোভাবে সিপিএম নেত্রী বৃন্দা কারাট সন্দেশখালিতে পৌঁছলেন
   

 Feb 20, 2024 
 

 এবার সন্দেশখালিতে গেলেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাট। তাঁর সঙ্গেই ওই এলাকায় গিয়েছেন মহিলা নেত্রী রেখা গোস্বামী, কণীনিকা ঘোষ  জাহানার খান, সোমা দাসরা । মঙ্গলবার সকালে ধামাখালিতে প্রথমে আটকানো হয়েছিল বৃন্দাদের।  কেন তাঁদের আটকানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন করেন সিপিআইএম নেত্রী। পরে, তাঁদের সন্দেশখালি যেতে অনুমতি দেওয়া হয়। এদিকে, সন্দেশখালির ঘটনায় ধৃত প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর হয়েছে। 

বৃন্দা বলেন, ‘‘প্রথমে আমাদের আটকানো হয়েছিল। তার পর আমরা প্রশাসনের কাছে জানতে চাই কেন বাধা দেওয়া হচ্ছে। কিন্তু ওরা কোনও সদুত্তর দিতে পারেনি। শেষে অনুমতি দিতে বাধ্য হয়।’’

গত কয়েকদিন ধরেই বারে বারে সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করেছিলেন বিরোধীরা। এরআগে সন্দেশখালি গিয়ে পুলিশি বাধার অভিযোগ তুলেছিলেন মহিলা নেতৃত্ব। কিন্তু এদিন বৃন্দার কড়া অবস্থানে অবশেষে সন্দেশখালি অনুমতি মিলল। 

এর আগে আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন আর এক বিজেপি নেতা শঙ্কর ঘোষ। গ্রামের মধ্যে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। 

Your Opinion

We hate spam as much as you do