Tranding

11:26 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আবাস যোজনায় অনিয়মের চাপ! স্বরূপনগরে ICDS কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ

আবাস যোজনায় অনিয়মের চাপ! স্বরূপনগরে ICDS কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ

গতকাল স্বরূপনগরে অঙ্গনওয়াড়ি কর্মীর (ICDS employee) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে নাম তোলা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল। তা নিতে না পরেই আত্মঘাতী হয়েছেন রেবা বিশ্বাস রায় নামে ওই ICDS কর্মী।

আবাস যোজনায় অনিয়মের চাপ! স্বরূপনগরে ICDS কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ

আবাস যোজনায় অনিয়মের চাপ! স্বরূপনগরে ICDS কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ
 

13 Dec 2022  

স্বরূপনগরে অঙ্গনওয়াড়ি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে নাম তোলা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল।
এই অমানবিক মৃত‍্যুর প্রতিবাদে আজ সিআইটিইউ পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতি, সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে বিক্ষোভ ও পথ অবরোধ সংগঠিত হয়। এই ঘটনার বিচার চেয়ে সিআইটিইউ কর্মীরা পথ অবরোধ করেন। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চ‍্যাটার্জী, রাজু আহমেদ সহ অন‍্যান‍্য নেতৃত্ব।

গতকাল স্বরূপনগরে  অঙ্গনওয়াড়ি কর্মীর (ICDS employee) ঝুলন্ত দেহ  উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে নাম তোলা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল। তা নিতে না পরেই আত্মঘাতী  হয়েছেন রেবা বিশ্বাস রায় নামে ওই ICDS কর্মী।


পরিবার সূত্রে খবর, এদিন বাড়ির পিছন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই অঙ্গলওয়াড়ি কর্মীর। অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে নাম তোলা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল। সমীক্ষায় গিয়ে হুমকিও পান ওই অঙ্গনওয়াড়ি কর্মী। সেই চাপ সহ্য করতে না পেরেই বছর ৪৯-এর রেবা বিশ্বাস রায় আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। স্বরূপনগর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ICDS কর্মীর রহস্যমৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি। গোটা ঘটনায় এদিন সকালে স্বরূপনগরের বিডিও অফিসের সামনের সামনে পথ অবরোধ করে বিজেপি।


গতকাল পর্যন্ত বিডিও কৃষ্ণগোপাল ধাড়ার অবশ্য দাবি, তিনি এখনও কোনও অভিযোগ পাননি। তবে প্রাথমিক ভাবে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁদের বাড়ি পাওয়ার কথা তাঁদের এলাকা ধরে সমীক্ষা চলছে। সেই সমীক্ষার কাজেই যুক্ত ছিলেন রেবা বিশ্বাস। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কোনও কিছু পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বার বার হুমকির মুখে পড়ার অভিযোগ আনছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা?কিছু দিন আগে সন্দেশখালিতে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। তিনি লিখিত কমপ্লেনও দায়ের করেন। কিন্তু এক্ষেত্রে রেবা বিশ্বাস রায়ের তরফে কোনও অভিযোগ আসেনি। 


প্রসঙ্গত, নভেম্বরের শেষ দিকেই বাঁকুড়ার ইন্দপুরে অঙ্গনওয়াড়ি কর্মীকে খুনের অভিযোগ ওঠে।  গত জুনে আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি। 

Your Opinion

We hate spam as much as you do