ব্যাংক-বীমা ডিফেন্স সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ এর বিরুদ্ধে সোচ্চার হয় আগামীকাল সকাল থেকে সারাদিন বিভিন্ন প্রান্তে ধর্মঘট অনুষ্ঠিত হবে প্রস্তুতির খবর পাওয়া গেছে বিশিষ্ট শ্রমিকনেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা গণেশ সরকার, মাস্টার নিজাম শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জী সহ আরো অনেকে প্রায় ৫০০ মানুষ উপস্থিত ছিলেন
28 - 29 মার্চ সর্বভারতীয় ধর্মঘট এর সমর্থনে ভাটপাড়া থেকে আতপুর সুবিশাল মিছিল
আজ ২৮-২৯ মার্চ ধর্মঘটের সমর্থনে ভাটপাড়া মোড় থেকে শ্যামনগর আতপুর পর্যন্ত সমস্ত সংযুক্ত ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ছাত্র-যুব বিভিন্ন গণসংগঠন এর পক্ষ থেকে এক সুবিশাল মিছিল হয় সন্ধ্যায় মিছিলে সমস্ত জগদ্দল শহর উত্তাল হয় । ধর্মঘটের দাবি নিয়ে এই মিছিলে মূলত চটকল শ্রমিকদের দুর্দশা সম্পর্কে স্লোগান উপস্থিত হয়।
এছাড়া ব্যাংক-বীমা ডিফেন্স সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ এর বিরুদ্ধে সোচ্চার হয় আগামীকাল সকাল থেকে সারাদিন বিভিন্ন প্রান্তে ধর্মঘট অনুষ্ঠিত হবে প্রস্তুতির খবর পাওয়া গেছে বিশিষ্ট শ্রমিকনেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা গণেশ সরকার, মাস্টার নিজাম শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জী সহ আরো অনেকে প্রায় ৫০০ মানুষ উপস্থিত ছিলেন। আগামী কাল এবং পরশু যে সাধারণ ধর্মঘট সারাদেশে আহ্বান করা হয়েছে তা মূলত কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে। কিন্তু এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন বক্তব্য রাখেনি।
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এই বিষয়ে ধর্মঘটের দাবি সমর্থন করলেও তারা ধর্মঘটের বিরোধিতা করছে। নিশ্চিতভাবেই এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দ্বিমুখী নীতি এর পরিচয় পাওয়া যাচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
We hate spam as much as you do