ভারত বাংলাদেশ সীমান্তের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গাবরডায় ৫৬টি প্যাকেট ভর্তি মাছের পিন উদ্ধার করলো সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা
বাগদায় মাছের পিন উদ্ধার করলো বিএসএফ । পাচারকারী পলাতক
বাংলাদেশে পাচারের আগেই বাগদার পিন উদ্ধার করলো বিএসএফ । পাচারকারী পলাতক, উদ্ধার হওয়া মাছের পিনগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।ওই মাছের পিনের বাজার মূল্য আনুমানিক ১৩ লক্ষ টাকা।
ভারত বাংলাদেশ সীমান্তের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গাবরডায় ৫৬টি প্যাকেট ভর্তি মাছের পিন উদ্ধার করলো সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হওয়া ৫৬ ব্যাগ মাছের পিন তেঁতুলিয়ায় শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ-এর তরফে। সীমান্তরক্ষী বাহিনী ও শুল্ক দফ্তর সূত্রে জানা গিয়েছে,বিশ্বস্ত সূত্র মারফত বি এস এফ জানতে পারে বুধবার ভোর রাতে বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশের গাবরডা সীমান্ত এলাকা থেকে ঐ পিনভর্তি ব্যাগগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছে।বি এস এফের ১৫৩ নং ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে যায় এবং সেগুলি উদ্ধার করে।
ছবির ক্যাপশন:উদ্ধার হওয়া মাছের পিন ভর্তি ব্যাগ।
We hate spam as much as you do