Tranding

11:21 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / খড়দহে , পানিহাটিতে ভয়াবহ অগ্নিকান্ড দোকান ভস্মীভূত, ঘটনাস্থলে পুলিশ ও দমকল

খড়দহে , পানিহাটিতে ভয়াবহ অগ্নিকান্ড দোকান ভস্মীভূত, ঘটনাস্থলে পুলিশ ও দমকল

ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড আসে কিন্তু পরিবারের লোক এবং পাড়া-প্রতিবেশী রায় আগুন নেভানোর কাজে হাত লাগাই তারাই বেশিরভাগটা নিভিয়ে ফেলে এরপর ফায়ার ব্রিগেড আসলে তারা আগুন নেভানোর কাজে হাত লাগায় বাড়ির ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় উপরে টালি পুরে ভেঙে পড়ে যায় ক্ষয়ক্ষতি পরিমাণ অনেকটাই কিন্তু কোন বড় দুর্ঘটনা ঘটেনি হতাহতের কোন খবর নেই

খড়দহে , পানিহাটিতে ভয়াবহ অগ্নিকান্ড দোকান ভস্মীভূত, ঘটনাস্থলে পুলিশ ও দমকল

খড়দহে , পানিহাটিতে ভয়াবহ অগ্নিকান্ড
দোকান ভস্মীভূত, ঘটনাস্থলে পুলিশ ও দমকল


খড়দহের জোড়া পুকুর এলাকায় অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল গোটা দোকান।


খড়দহ পুরসভার ২২নং ওয়ার্ডের জোড়াপুকুর এলাকায় অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল একটি মুদির দোকান।এর পাশাপাশি নানা লন্ড্রীর কাজও এখানে করা হতো।এই দোকানে থাকা নানা জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এলাকার মানুষের মধ্যে আগুন নিয়ে আতঙ্ক তৈরী হয়।এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় খড়দহ থানার পুলিশ।ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।স্থানীয়রা বালতিতে জল দিয়ে নেভানোর চেষ্টা করেন, পরে দমকল কর্মীরা এসে আগুন সম্পূর্ণ ভাবে নিভিয়ে দেন।প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা।এবিষয়ে বলতে গিয়ে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকান মালিক সুকান্ত প্রামানিক জানান

 

পানিহাটি সুখচরে ভয়াবহ অগ্নিকাণ্ড ----

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল ভোররাতে আজ ভোর ছটা থেকে ছয়টা ত্রিশ মিনিটের মধ্যে পানিহাটি সুখচর এক নম্বর সুভাষ নগরের পানিহাটি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তপন কুমার দে বাড়িতে ছটা থেকে ৬.৩০ এর মধ্যে ঘরের মধ্যে আগুন দেখতে পায় তপন কুমার দে বউ ধোঁয়া উঠছে আগুন জ্বলছে তার স্বামীকে ডাকে এবং আশেপাশের চিৎকারে লোকেরা চলে আসে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড আসে কিন্তু পরিবারের লোক এবং পাড়া-প্রতিবেশী রায় আগুন নেভানোর কাজে হাত লাগাই তারাই বেশিরভাগটা নিভিয়ে ফেলে এরপর ফায়ার ব্রিগেড আসলে তারা আগুন নেভানোর কাজে হাত লাগায় বাড়ির ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় উপরে টালি পুরে ভেঙে পড়ে যায় ক্ষয়ক্ষতি পরিমাণ অনেকটাই কিন্তু কোন বড় দুর্ঘটনা ঘটেনি হতাহতের কোন খবর নেই কিন্তু পরিবারের লোকের চোখে পুড়ে যাওয়াতেই বড় অগ্নি দুর্ঘটনা থেকে রেহাই পেল আশেপাশের মানুষ সহ সেই বাড়ির মানুষজন

Your Opinion

We hate spam as much as you do