Tranding

11:16 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নৈহাটিতে কালীপূজো বিসর্জনে বিশৃঙ্খলায় মৃত‍ ১ উত্তেজনা পথ অবরোধ

নৈহাটিতে কালীপূজো বিসর্জনে বিশৃঙ্খলায় মৃত‍ ১ উত্তেজনা পথ অবরোধ

পুলিশি অব্যবস্থার জেরেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন মৃতের ছেলের। ঘটনার প্রতিবাদে নৈহাটি পৌরসভার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পথ অবরোধ চলে ঘোষপাড়া রোড এলাকায়। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যাচ্ছে। এদিকে বারাসতের কালী পুজোর পাশাপাশি নৈহাটির কালীপুজোর জনপ্রিয়তাও রয়েছে গোটা রাজ্যে। প্রতিবছর পুজো দেখতে মানুষের ঢল নামে নৈহাটিতে। জনসমাগমও হয় প্রচুর। বিসর্জনেও উপচে পড়ে ভিড়। কিন্তু সেই বিসর্জনেই মৃত্যুর ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

নৈহাটিতে কালীপূজো বিসর্জনে বিশৃঙ্খলায় মৃত‍ ১ উত্তেজনা পথ অবরোধ

নৈহাটিতে কালীপূজো বিসর্জনে বিশৃঙ্খলায় মৃত‍ ১ উত্তেজনা পথ অবরোধ


Fri, 28 October 22


নৈহাটিতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে মৃত্যু ঘিরে উত্তেজনা, পথ অবরোধ স্থানীয়দের।
প্রতিমা বিসর্জন করতে গিয়ে কয়েকদিন আগেই বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। মুর্শিদাবাদের  সামসেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে প্রতিমা বিসর্জন করতে গিয়ে জল ডুবে মৃত্যু হয় অমিত সিংহ (৩৫) নামে এক ব্যক্তির। এবার সেই বিসর্জনেই বড় দুর্ঘটনা ঘটল নৈহাটিতে । নৈহাটি ফেরিঘাটে নৈহাটি অরবিন্দ রোডের কালীপুজোর বিসর্জনে  বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল জয়দেব মণ্ডল নামে এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল নৈহাটিতে।


এমনকী পুলিশি অব্যবস্থার জেরেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন মৃতের ছেলের। ঘটনার প্রতিবাদে নৈহাটি পৌরসভার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পথ অবরোধ চলে ঘোষপাড়া রোড এলাকায়। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যাচ্ছে। এদিকে বারাসতের কালী পুজোর পাশাপাশি নৈহাটির কালীপুজোর  জনপ্রিয়তাও রয়েছে গোটা রাজ্যে। প্রতিবছর পুজো দেখতে মানুষের ঢল নামে নৈহাটিতে। জনসমাগমও হয় প্রচুর। বিসর্জনেও উপচে পড়ে ভিড়। কিন্তু সেই বিসর্জনেই মৃত্যুর ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। 

 

ঘটনা প্রসঙ্গে মৃতের ছেলে ইন্দ্রজিৎ মণ্ডল বলেন, “আমরা যখন এখান থেকে হেঁটে গেলাম তখন পুলিশদের অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা জিজ্ঞাস করেছিলাম। ওনারা বলেন কোনও অ্যাক্সিডেন্ট হয়নি। তারপর আমি ১ ঘণ্টা ধরে আমি আমার বাবাকে খুঁজেই যাচ্ছি। এরপর আমরা যখন হাসপাতালের দিকে যাচ্ছি তখন বুঝতে পারি।” একইসঙ্গে পুলিশকে দুষে তিনি বলেন, “ব্যারিকেড দেওয়া ছিল। কিন্তু, মানুষ তো মাকে দেখতে চাইবেই। মা দেখতে না পেয়ে অন্য জায়গা খুঁজতে গিয়ে এটা ঘটে যায়। তবে এগুলো দেখা পুলিশের কাজ। আমরা পুলিশকেই দোষ দেব। পুলিশের কোনও দায়িত্বই নেই।” 

ছবি - tv9

Your Opinion

We hate spam as much as you do