Tranding

02:14 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ভাটপাড়ায় আবার বোমা ফেটে নিহত বালক,আহত আরও দুই

ভাটপাড়ায় আবার বোমা ফেটে নিহত বালক,আহত আরও দুই

ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ড। তার পাশেই ২৮ নম্বর রেল গেট। সেই রেল গেটের পাশেই দুষ্কৃতীরা বোমা রেখে যায় বলে অভিযোগ। সেটিকেই মঙ্গলবার এলাকার তিন বালক বল ভেবে ভুল করে। তা নিয়ে খেলতে গিয়েই ঘটে বিপত্তি। ছুড়ে মারতে সজোরে ফেটে যায় বোমা। এই ঘটনা আবারও এলাকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উস্কে দিল।

ভাটপাড়ায় আবার বোমা ফেটে নিহত বালক,আহত আরও দুই

ভাটপাড়ায় আবার বোমা ফেটে নিহত বালক,আহত আরও দুই


মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

 Tue, 25 October 22

অরাজকতার সীমা ছাড়াচ্ছে ভাটপাড়া। আবার এক মর্মান্তিক ঘটনা। বোমা ফেটে মৃত্যু হল এক বালকের। ভাটপাড়া (Bhatpara) ২৮ নম্বর রেলগেটের কাছে রেললাইনের দু’টি বোমা রাখা ছিল। তিনজন সেটিকে বল ভেবে খেলতে শুরু করে। এরপরই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। একজনের মৃত্যু হয়। জখম হয় দু’জন। মৃত বালকের নাম নিখিল পাসোয়ান (৭ বছর)। ঘটনাস্থলে রেল পুলিশ এবং ভাটপাড়া থানার পুলিশ।


ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ড। তার পাশেই ২৮ নম্বর রেল গেট। সেই রেল গেটের পাশেই দুষ্কৃতীরা বোমা রেখে যায় বলে অভিযোগ। সেটিকেই মঙ্গলবার এলাকার তিন বালক বল ভেবে ভুল করে। তা নিয়ে খেলতে গিয়েই ঘটে বিপত্তি। ছুড়ে মারতে সজোরে ফেটে যায় বোমা। এই ঘটনা আবারও এলাকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উস্কে দিল।


প্রশ্ন উঠেছে, রেল গেটের পাশে এভাবে বোমা রেখে যাওয়ার উদ্দেশ্য কী হতে পারে? প্রতিদিন কয়েকশো মানুষ যাতায়াত করেন এই এলাকায়। পুজোর সময় মানুষের পারাপার বেড়েছে। কে বা কারা বোমা রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পরই ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে যান। তিনি বলেন, “আরপিএফ আছে, আমাদের রাজ্য পুলিশও এসেছে। পুলিশ প্রশাসন দেখছে।”


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর প্রায় চার ঘণ্টা পার করেও একটি তাজা বোমা রেললাইনের ধারে পড়ে ছিল। রেল পুলিশ নাকি রাজ্য পুলিশ, কে তা উদ্ধার করে তার সিদ্ধান্ত নিতে বিলম্বের কারণেই এই ঘটনা বলে দাবি করেন এলাকার লোকজন। অভিযোগ, দুর্ঘটনার পর অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর বম্ব স্কোয়াড আসে ঘটনাস্থলে। এলাকা ঘিরে ফেলে তারা।

Your Opinion

We hate spam as much as you do