সাধারণ সংক্রমিতদের জন্য যায়গা নেই। সব পৌরসভা , গ্রাম পঞ্চায়েতে সেফ হোম করার দাবী জোরালো হচ্ছে ।
সত্যজিত রায় ভবনে সেফ হোম করা হোক - রাজারহাট নিউটাউন সিপিএমের পরামর্শ
করোনার দাপটে মানুষের প্রাণ বিপন্ন হয়ে উঠেছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলা ও কলকাতায় এই দাপট বেশি। এখনো প্রতিদিন সংক্রমণের হার যথেষ্ট বেশি। এর মধ্যে হাসপাতালে বেড নেই । বারান্দায় শত শত রুগী নাকে অক্সিজেনের নল লাগিয়ে বসে আছে। এছাড়া সাধারণ সংক্রমিতদের জন্য যায়গা নেই। সব পৌরসভা , গ্রাম পঞ্চায়েতে সেফ হোম করার দাবী জোরালো হচ্ছে ।
রাজারহাট নিউটাউন সিপিএমের পক্ষ থেকে বিডিও এর কাছে এই মর্মে দাবী জানানো হয়। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতে নিয়মিত করোনা পরীক্ষার ব্যবস্থা করার দাবী আছে। এই অঞ্চলের পক্ষ থেকে সত্যজিত রায় ভবনকে একটি সেফ হোম করার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত বুথভিত্তিক স্যানেটাইজেসনের দাবী এবং এক বিপুল অংশের মানুষ কার্যত রোজগারহীন হয়ে পড়েছেন তাদের নির্দিষ্ট খাদ্য সামগ্রী বিতরণ করার দাবী আছে। রাজ্য জুড়ে সিপিএম এর রেড ভল্যান্টিয়ার্স এর খবর সারা দেশে ছড়িয়েছে । নির্বাচনে শূন্য হয়ে যাওয়ার পরও এই সময় মানুষের পাশে থাকার কাজ চলছে।
এর আগে আরো অনেক অঞ্চলে পৌরসভা পঞ্চায়েতে সেফ হোম করার ও অন্যান্য দাবী নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।
We hate spam as much as you do