Tranding

02:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ফের অমানবিকতার নজির, বৃদ্ধা মাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে রেখে গেল মেয়ে, হাসপাতালে মৃত্যু

ফের অমানবিকতার নজির, বৃদ্ধা মাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে রেখে গেল মেয়ে, হাসপাতালে মৃত্যু

বুধবার রাতে পেয়ারাবাগান অঞ্চলের একটি নির্জন রাস্তায় প্লাস্টিকে মুড়ে ফেলে রেখে যায়। হঠাৎই গোঙানির শব্দ পায় এলাকাবাসীরা। তারপরেই কয়েকজন দেখেন, একটি প্লাস্টিকে মোড়া অবস্থায় বৃদ্ধা পড়ে রয়েছেন।

ফের অমানবিকতার নজির, বৃদ্ধা মাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে রেখে গেল মেয়ে, হাসপাতালে মৃত্যু

ফের অমানবিকতার নজির, বৃদ্ধা মাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে রেখে গেল মেয়ে, হাসপাতালে মৃত্যু  

সিঁথি থানা এলাকায় মেয়েরা গর্ভধারিনী মাকে প্রবল বৃষ্টির মধ্যে  প্লাস্টিকে মুড়ে রাস্তায় রেখে চলে গেল । ঘটনাটি ঘটেছে  পেয়ারাবাগান এলাকায়। বুধবার রাতে পেয়ারাবাগান অঞ্চলের একটি নির্জন রাস্তায় প্লাস্টিকে মুড়ে ফেলে রেখে যায়। হঠাৎই গোঙানির শব্দ পায় এলাকাবাসীরা। তারপরেই কয়েকজন দেখেন, একটি প্লাস্টিকে মোড়া অবস্থায় বৃদ্ধা পড়ে রয়েছেন। খূবর দেওয়া হয়ে সিঁথি থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ৷ ভর্তি করা হয় হাসপাতালে। তবে আজ তাঁর মৃত্যু হয়। 

বৃদ্ধা গতকাল জানিয়ে ছিলেন, তাঁর নাম ঠাকুরদাসী সাহা। বৃদ্ধার অভিযোগ, তাঁর মেয়ে দু’জন যুবককে দিয়ে রিকশায় করে তাঁকে নিয়ে এসে প্লাস্টিকে মুড়ে ওখানে রেখে গিয়েছে। বৃদ্ধার শারীরিক পরিস্থিতি দেখে পুলিষের অনুমান, বৃদ্ধার বয়স ৭০ পেরিয়েছে। ওই বৃদ্ধা জানিয়েছেন, তাঁর বাড়ি চিৎপুর এলাকায়৷ কিন্তু নির্দিষ্ট করে কিছুই বলতে পারছিলেন না তিনি। তবে কী কারণে তাঁকে ফেলে গেল বৃদ্ধার নিজের মেয়ে, কী করে নিজের মাকে ফেলে রেখে চলে গেল নিজের মেয়ে প্রশ্ন উঠছে। আজ সকালে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে আরজি কর হাসপাতালে। মানুষ ক্রমশ পরিস্থিতির চাপে অমানবিক হয়ে উঠছে। অস্তিত্বের সংকট স্বার্থপরতা মানুষকে তার ঘনিষ্ঠ জনের প্রতি দায়িত্বহীন করে তুলছে। সিঁথি থানার ঘটনা তার প্রমান। এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ।

Your Opinion

We hate spam as much as you do