দাবিগুলি ছিল প্রতিটি গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে সাপে কাটা রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে; ডেঙ্গি প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা ও পরিকাঠামো গড়ে তুলতে হবে, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ জেলার হাসপাতালগুলিকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশমুক্ত করতে হবে এবং মিনাখাঁর সিলিকোসিস আক্রান্ত ও মৃতদের পরিবারগুলির সদস্যদের চিকিৎসা ও পুষ্টিকর খাদ্যের দায়িত্ব নিতে হবে।
বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য অধিকর্তার কাছে দাবী পেশ জনস্বাস্থ্য বিষয়ক
14 dec 2022
আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর ২৪ পরগণা জেলা কমিটির পক্ষ থেকে সংগঠনের স্বাস্থ্য উপসমিতির আহ্বায়ক প্রদ্যুত কর্মকারের (মান্টি) নেতৃত্বে জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অশোক চক্রবর্তী, দেবাশিস সিনহা, কিংশুক রায়, গণজিৎ দে প্রমুখকে নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. সমুদ্র সেনগুপ্তর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের পক্ষ থেকে জেলার স্বাস্থ্য পরিষেবা বিষয়ক কিছু জরুরি বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষন করেন এবং চারটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।
দাবিগুলি ছিল প্রতিটি গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে সাপে কাটা রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে; ডেঙ্গি প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা ও পরিকাঠামো গড়ে তুলতে হবে, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ জেলার হাসপাতালগুলিকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশমুক্ত করতে হবে এবং মিনাখাঁর সিলিকোসিস আক্রান্ত ও মৃতদের পরিবারগুলির সদস্যদের চিকিৎসা ও পুষ্টিকর খাদ্যের দায়িত্ব নিতে হবে।
সৌজন্যমূলক পরিবেশে আলোচনা হয়। জেলা স্বাস্থ্য অধিকর্তা তাঁর দপ্তরের আগামি পরিকল্পনা বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন এবং সেইসব পরিকল্পনার সফল রূপায়নে বিজ্ঞান মঞ্চকে যুক্ত করার আশ্বাস দেন।
We hate spam as much as you do