জুটমিলগুলোর সংকট বাড়ছে। কামারহাটি অঞ্চলে ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জুট মিল প্রবর্তক জুট মিল আজ সকালে এ শিফট এবং নাইট শিফট শেষ হওয়ার সময় সাসপেনসনস অব ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য
করোনাকালে জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে
জুটমিলগুলোর সংকট বাড়ছে।
কামারহাটি অঞ্চলে ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জুট মিল প্রবর্তক জুট মিল আজ সকালে এ শিফট এবং নাইট শিফট শেষ হওয়ার সময় সাসপেনসনস অব ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ থাকবে নোটিশে উল্লেখ করা হয় শ্রমিকদের অনুপস্থিতি এবং কাঁচামালের সাপ্লাই না থাকার জন্য মিল চালানো যাচ্ছে না সে কারণেই অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের নোটিশ কর্তৃপক্ষ ঝুলিয়ে দেয় 17 তম বিধানসভা নির্বাচন শেষ না হতেই বিভিন্ন জায়গায় জুট মিল বন্ধ করে দেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসেবে বেলঘড়িয়ার ওতো জুটমিল আজ বন্ধ হয়ে গেল এই জুট মিলে শ্রমিক সংখ্যা প্রায় 2500 জন শ্রমিক কাজ করে এই শ্রমিকেরা আজ থেকে কাজ হারিয়ে বসলেন এবং এর সাথে সাথে প্রবত্তক অঞ্চলের এবং দেশপ্রিয় নগর অঞ্চলের ব্যবসায়ীদের উপর একটা চাপ সৃষ্টি হলো একদিকে করোনাভাইরাস এর মত কঠিন রোগের ভয়ে মানুষ দিশাহারা হয়ে পড়ছে তার পাশে আবার কারখানা বন্ধ শ্রমিকরা আজ অসহায় হয়ে পড়ল এখন দেখ আর কত দিনে এই জুটমিল এর পুনরায় উৎপাদন চালু হয়
এর আগে কাঁকিনাড়ায় রিলায়েন্স জুটমিল বন্ধ হয়ে যায়। এছাড়া বন্ধ হয়েছে ৫০০০ শ্রমিকের বজবজ জুট মিল। অন্যান্য অনেক জুটমিল করোনার কারনে দুই সিফ্ট চলছে। ফলে শ্রমনিবিড় এই শিল্প গুলো সংকটে পড়ায় পশ্চিমবঙ্গে বিশেষ উত্তর ২৪পরগনা, হাওড়া, হুগলিতে ব্যাপক হয়েছে কর্মহীনতা বাড়বে।
We hate spam as much as you do